ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

সোনালি আঁশে চাষি হাসে (ফটোস্টোরি)

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৮ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৭
সোনালি আঁশে চাষি হাসে (ফটোস্টোরি) সোনালি আঁশে চাষি হাসে (ফটোস্টোরি)

শরতের আগমনে সাদা মেঘের ভেলায় হাসছে আকাশ। আর সোনালি আঁশ পাট সংগ্রহে হাসছে গ্রাম বাংলার কৃষাণ-কৃষাণীর দল। দিনভর পাট নিয়ে পড়ে থাকা কৃষকদের সঙ্গে গৃহস্থালি কাজ শেষ করে যোগ দেন তাদের বধূরা। কাজের ব্যস্ততায় এখন যেন বিশ্রাম নেওয়ারও ফুসরত নেই।

বাংলানিউজের ক্যামেরায় বন্দি হয়েছে মুন্সীগঞ্জের সিরাজদিখানের ইমামগঞ্জে পাট সংগ্রহের কিছু চিত্র। সোনালি আঁশে চাষি হাসে (ফটোস্টোরি)একজন বৃদ্ধা মনোযাগ দিয়ে সোনালি আঁশ ছাড়ানোর কাজে মগ্ন।

তার পাশেই বসে রয়েছে আদরের নাতনী। সোনালি আঁশে চাষি হাসে দুই গৃহবধূ তাদের বাড়ির সামনের রাস্তায় বসে পাট থেকে আঁশ ছাড়াচ্ছেন। সোনালি আঁশে চাষি হাসে পাট থেকে আঁশ ছাড়ানোর পর তা পেঁচিয়ে রাখছেন এক হাস্যোজ্জ্বল কৃষাণী। সোনালি আঁশে চাষি হাসে পাটের আঁশ পানিতে ভাসিয়ে পরিষ্কার করছেন এক কৃষক। সোনালি আঁশে চাষি হাসে পরিষ্কার আঁশ কখনই মাটির উপর বিছিয়ে শুকোতে নেই। তাই বাঁশের আড়, রেলিং, ঘরের চালে বিছিয়ে শুকোতে হয়। সোনালি আঁশে চাষি হাসে পাটের আঁশ শুকিয়েছে কিনা তা পরীক্ষা করে দেখছেন এক কৃষক। ভালো করে শুকোনোর পরই তো বিক্রি হবে হাট-বাজারে।

বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৭
এএটি/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।