ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

পৃথিবীর দিকে ধেয়ে আসছে শক্তিশালী সৌরঝড়

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০১৭
পৃথিবীর দিকে ধেয়ে আসছে শক্তিশালী সৌরঝড় পৃথিবীর দিকে ধেয়ে আসছে শক্তিশালী সৌরঝড়

ঢাকা: সূর্য থেকে নির্গত একটি শক্তিশালী সৌরঝড় পৃথিবীর দিকে ধেয়ে আসছে বলে জানিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় ১০টা ৩৮ মিনিটে এ ঘটনা পর্যবেক্ষণ করে সংস্থাটি।  

একই দিনে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সকাল ৬টা ১৫ মিনিটে সূর্য থেকে আরেকটি মাঝারি মাত্রার সৌরতরঙ্গ নির্গত হওয়ার খবর পাওয়া যায়।

তবে এর চার ঘণ্টা ব্যবধানে আরেকটি সৌরতরঙ্গ নির্গত হওয়ার কথা জানান গবেষকরা। ধারণা করা হচ্ছে আগেরটির তুলনায় এটি অনেক বেশি শক্তিশালী।  

সূর্যের চৌম্বক ক্ষেত্রের দিক পরিবর্তন বা অবস্থার পরিবর্তন ঘটলে সূর্যের পৃষ্ঠ থেকে অতি উজ্জ্বল কিছু আলোর বিকিরণ ঘটে। একেই সৌরঝড় নামে আখ্যায়িত করা হয়।  

সংবাদমাধ্যম ফক্স নিউজে প্রকাশিত তথ্যে জানা যায়, পৃথিবীতে এ সৌরঝড়ের প্রভাব শনিবার (৯ সেপ্টেম্বর) পরিলক্ষিত হবে। বিশেষ করে পৃথিবীর মেরু অঞ্চলে এ ধরনের সৌরঝড়ের প্রভাব বেশি দেখা যায়।  

বিজ্ঞানীরা সতর্ক করে বলেছেন, এই সৌরঝড়ের প্রভাবে বিদ্যুৎ-ব্যবস্থা, ইন্টারনেট, ভূ-উপগ্রহের পরিভ্রমণ ও প্লেন চলাচলে বিঘ্ন ঘটতে পারে। একই সঙ্গে এর প্রভাবে মেরু অঞ্চলে দৃষ্টিনন্দন আরোরা বা মেরুপ্রভা দেখতে পাবে সেখানকার মানুষ।

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৭
এনএইচটি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।