ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

শীত আসলো বলে...

সোলায়মান হাজারী ডালিম, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩৪ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৭
শীত আসলো বলে... ভাপা পিঠা ও ধানের শীষে শিশির/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফেনী: শীতটা আসি আসি করেও যেন আসছিলো না। টানা বর্ষণের বিরক্তিতে জনজীবন যেন মুখিয়ে ছিল শীতের অপেক্ষায়। কার্তিকের মাঝামাঝি  হেমন্তের এ ঝিরিঝিরি বৃষ্টিই অবশেষে ডেকে আনলো শীতলতা।

সকালের কুয়াশা প্রকৃতিতে জানান দিচ্ছে শীতের আগমন। বাতাসের শুষ্কতা আর ছিটেফোটা বৃষ্টিতে ভালোভাবেই জেঁকে বসতে শুরু করেছে শীত।

ভোরে লেপ-কম্বলের উম ফেলে উঠতে পারলেই দারুন উপভোগ্য হয়ে উঠবে মৌসুমের প্রথম শীতের সকালগুলো।

দেখতে পাবেন প্রভাতের শিশিরভেজা ঘাস দক্ষিণের শীতল হওয়া আর কুয়াশার চাঁদর, হেমন্তের শেষে জানান দিচ্ছে শীতের আগমন। ফসলে শিশির বিন্দুতে দিনের প্রথম আলোয়ই জানান দিচ্ছে শীত।
ভাপা পিঠা/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কমশীত আসবে আর রাস্তায় ভাপা পিঠা থাকবেনা তা কি হয়? এ কারণেরই মঙ্গলবার সকালে ফেনী শহরের ট্রাংক রোড়ে গরম গরম ভাপা পিঠার পসরা সাজিয়ে ক্রেতার অপেক্ষায় বিক্রেতা।
ধানের শীষে শিশির/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কমমৃদু কুয়াশায় খুব সকালে ঢেকে যায় সারা মাঠ সোনালী রোদে ধানের শীষে লাগে শিশিরের ছাঁত। সেই অপরুপ দৃশ্য যেন দোলা দেয় মনে আপন ভাবনায় হৃদয় ভরে যায় শিহরণে।
শীত কাপড়ের পসরা সাজিয়ে বসেছেন এক হকার/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কমফেনী রেলওয়ে স্টেশনের প্লাটফর্মেও এক কোটে শীত কাপড়ের পসরা নিয়ে বসেছেন এক হকার। নিম্নবিত্তরা কম দামে কিনছেন এসব পোশাক।
ফেনী রেলওয়ে স্টেশন/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কমহঠাৎ শীতের প্রভাব পড়েছে ফেনী রেলওয়ে স্টেশনেও। ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামী তূর্ণা নিশিতা আসবে একটু পরই-অথচ প্লাটফর্ম একদম খালি।
ফেনী জেলা জজকোর্ট এলাকায় পিঠার বিকি-কিনি/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কমফেনী শহরের জেলা জজকোর্ট এলাকার বড় মাছের আড়তের সামনে জমে উঠেছে পিঠার বিকি-কিনি।

বাংলাদেশ সময়: ১১১৯ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৭
এসএইচডি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।