ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ফিচার

৩০০ দাঁতের বিস্ময়কর প্রাগৈতিহাসিক হাঙর

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৩ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৭
৩০০ দাঁতের বিস্ময়কর প্রাগৈতিহাসিক হাঙর ছবি: সংগৃহীত

ঢাকা: সম্প্রতি পর্তুগালের উপকূলে গবেষকরা এক অদ্ভুত দর্শন প্রাণীর সন্ধান পেয়েছেন। প্রাণীটি প্রাগৈতিহাসিক যুগের এক প্রজাতির হাঙর, যার আবার ৩শ দাঁত!

হাঙরের এ প্রজাতিটি প্রায় আট কোটি বছর আগে পৃথিবীতে বসবাস শুরু করে। গবেষকরা জানান, প্রজাতিটির নাম ফ্রিল্ড হাঙর।

এরা এখনও পর্যন্ত পৃথিবীতে টিকে থাকা সবচেয়ে প্রাচীন প্রজাতিগুলোর একটি।

ভয়ংকর চেহারার হাঙরটি দেখলে মনে হবে যেন ভিনগ্রহের কোনো এক প্রাণী। এখন পর্যন্ত প্রাণীটি সম্পর্কে খুব কম তথ্যই জানেন গবেষকরা। এর কালো রঙের দেহটি সাপের মতো সরু ও লম্বা। এর চোয়ালে দাঁতের সংখ্যা ৩শ।

উপকূলের বাণিজ্যিক মৎস্য শিকার সংক্রান্ত এক প্রোজেক্টে কাজ করার সময় একদল গবেষক ফ্রিল্ড হাঙরটির সন্ধান পান। সাতশো মিটার গভীর সমুদ্র থেকে হাঙরটি ধরেন তারা। জানা যায়, হাঙরটি পুরুষ এবং এর দৈর্ঘ্য দেড় মিটার।

গবেষকদলের একজন মারগারিডা ক্যাস্ট্রো বলেন, ফ্রিল্ড হাঙর সমুদ্রের অনেক গভীরে বসবাস করে। এ কারণেই হয়তো এরা এতদিন লোক-চক্ষুর আড়ালে রয়ে গিয়েছিল। বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ দাঁতের সাহায্যে এরা গভীর সাগরের স্কুইড ও মাছ শিকার করে খায়।

এর আগেও একবার ফ্রিল্ড হাঙরের দেখা মেলে। গত বছর রোমান ফেডোর্স্টোভ নামক একজন রাশিয়ান জেলে একটি ফ্রিল্ড হাঙর ধরেছিলেন। তিনি হাঙরটির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করলে তা বেশ আলোড়ন ফেলেছিল ওই সময়।

বাংলাদেশ সময়: ০০৩১ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৭
এনএইচটি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।