ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

ফিচার

নতুন বছরের সূর্যরেখায় চায়ের রাজধানী শ্রীমঙ্গল

বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন, ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৫ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২২
নতুন বছরের সূর্যরেখায় চায়ের রাজধানী শ্রীমঙ্গল কাক ডাকা ভোরে প্রায় আট কিলোমিটার দূরের পথ পাড়ি দিয়ে প্রতিদিন আসেন লেবু শ্রমিকরা। ছবি: বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন

মৌলভীবাজার: ঘূর্ণায়মান পৃথিবীর আবর্তে ফিরে এসে নতুন বছর। ২০২২ সালের নতুন দিনের নতুন সূর্যকিরণ ছড়িয়ে পড়েছে প্রকৃতিতে।

এর মাধ্যমেই আলোকিত হয়ে পড়েছে চায়ের রাজধানী শ্রীমঙ্গল।

এই শিল্পাঞ্চলের অন্যতম প্রধান আকর্ষণ চা। প্রায় দেড়শ বছরের ইতিহাসে ‘চা’-ই দেশ সমৃদ্ধির অগ্রযাত্রায় গৌরবময় অবস্থানকে ধরে রেখেছে। সে বিবেচনায় নতুন বছরের নতুন দিনে চা শিল্পাঞ্চলে প্রসন্ন রবির কিরণ প্রতীকার্থে সফলতার বার্তা।

শনিবারের (১ জানুয়ারি) সকালে তোলা কয়েকটি আলোকচিত্র যেন শুধু সৌন্দর্যই নয়, আবহমান সবুজ জনপদের চিরন্তনী প্রাকৃতিক ধারাভাষ্য।

শীত উপভোগ করতে দেশের নানা প্রান্ত থেকে দেশি-বিদেশি পর্যটকেরা এই চা জনপদে বেড়াতে আসেন।  সকালে তারা দলগতভাবে চা প্রকৃতির শীত উপভোগে বেড়িয়ে পড়েন।  ছবি: বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন

চা বাগানে শীত সকালের চিরচেনা দৃশ্যপট।  কুয়াশা যেন সবুজ চা গাছগুলোকে বহুদূর পর্যন্ত ধোঁয়াটে আবরণে ঢেকে রেখেছে।  ছবি: বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন

সুদূর প্রসারিত চা বাগানের মাথার উপর উদিত হয়েছে নতুন বছরের রবির কিরণ।  ছবি: বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন

চা বাগানে এখন চলছে ‘প্রুনিং’ বা চা গাছ ছাটাই।  সুনির্দিষ্ট মাপে চা বাগানগুলো ছাঁটাইয়ের পর নতুন বছরের প্রথম সকালে অন্য এক সৌন্দর্য ধরা পড়েছে।  ছবি: বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন

বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২২
বিবিবি/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।