ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

ফিচার

পৌষের সকালে গ্রাম-বাংলার চিত্র

টিপু সুলতান, উপজেলা করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩২ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২২
পৌষের সকালে গ্রাম-বাংলার চিত্র পৌষের সকালে ক্ষেতে ছাগল চড়াচ্ছে এক কিশোর। ছবি: টিপু সুলতান

পাবনা: বাংলাদেশের ষড়ঋতুর পশ্চিম হলো শীতকাল। পৌষ-মাঘ দুই মাস শীতকাল হলেও স্থায়িত্ব প্রায় মাস চারেক।

 গ্রাম বাংলায় পৌষের শীত গ্রামের মানুষদের কাবু করতে পারে না। গায়ের কর্মঠ মানুষেরা ভোর-সকালে পা রাখে কুয়াশাচ্ছন্ন মেঠোপথে।

পৌষের সকালে ঘোড়ার গাড়িতে চড়ে খড় নিয়ে যাচ্ছে।

জীবিকার প্রয়োজনে হাড় কাপানো শীতে কাঁদা মাটিতে মিশে থাকে। শীতের সকালে পাড়াগায়ের মেঠোপথ থাকে সুনশান। নির্জনতা, স্নিগ্ধতায় ভরা ঘুমকাতুরে মানুষের ঘুম না ভাঙতেই শুরু হয় মোরগের ডাকাডাকি। বিষয়টি গ্রামীণ প্রকৃতির সৌন্দর্য।  

শীতের সকালে মাছ শিকারে ব্যাস্ত বকের দল।  ছবি: টিপু সুলতান

পৌষের মাঝামাঝিতে সরিষার হলুদের সমারোহ যেন মাঠজুড়ে দেখা মেলে। শীতের সকালে সবকিছু জবুথবু  হলেও পরোয়া করে না পাখিরা। শীতের দাপট থামাতে পারে না বক, মাছরাঙ্গা পাখিদের চঞ্চলতা।  

শীতের সকালে কাদা -মাটি দিয়ে খেলছে গ্রামের শিশুরা।  ছবি: টিপু সুলতান

বাংলাদেশ সময়: ১০২০ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।