ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ফুটবল

বার্সেলোনাকে বিদায় করে শেষ ষোলোয় ইউনাইটেড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২৩
বার্সেলোনাকে বিদায় করে শেষ ষোলোয় ইউনাইটেড

শুরুটা ভালোই করেছিল বার্সেলোনা। প্রথমার্ধে এগিয়ে থাকা দলটি বিরতির পর খেই হারাল।

অপরদিকে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে জ্বলে উঠেছেন দুই ব্রাজিলিয়ান। প্রথমে ফ্রেদ এরপর আন্তনির দুর্দান্ত গোলে জয় নিয়ে ইউরোপা লিগের পরবর্তী পর্ব নিশ্চিত করলো রেড ডেভিলসরা।

বৃহস্পতিবার রাতে ইউরোপা লিগের রাউন্ড অব প্লের ফিরতি লেগে বার্সেলোনাকে ২-১ ব্যবধানে হারিয়েছে ইউনাইটেড। প্রথম লেগে ২-২ সমতায় থাকা ক্লাবটি দুই লেগ মিলিয়ে ৪-৩ ব্যবধানে নিশ্চিত করেছে শেষ ষোলো পর্ব।

ঘরের মাঠে ইউনাইটেড শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে। তৃতীয় মিনিটেই এগিয়ে যেতে পারত দলটি। কাসেমিরোর পাস থেকে বল টেনে নিয়ে বক্স থেকে শট নেন ব্রুনো ফের্নান্দেস। তবে ঝাপিয়ে সেটি ঠেকিয়ে দেন টের স্টেগেন। পঞ্চদশ মিনিটে বক্সে বালদেকে ফাউল করেন ফের্নান্দেস। তাৎক্ষণিক পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট কিক থেকে শট নেন লেভানডোভস্কি। লাফিয়ে বলের নাগাল পেলেও পুরোপুরি নিয়ন্ত্রণে নিতে পারেননি দে হেয়া; বল জড়ায় জালে।  

৩৬তম মিনিটে কাসেমিরোর পাওয়া ক্রস ভলিতে জালে পাঠানোর চেষ্টা করেন ফ্রেদ। বল অবশ্য জালের উপর দিয়ে চলে যায়। প্রথমার্ধের শেষ মিনিটে ব্যবধান আরও বাড়াতে পারত বার্সা। দে হেয়ার ভুলে বক্সের কাছেই বল পেয়ে যান সের্হিও রবের্তো। তবে তার শট অসাধারণ নৈপুণ্যে ঠেকিয়ে দেন কাসেমিরো।  

বিরতির পর খেলতে নেমেই সমতায় ফেরে ইউনাইটেড। জ্যাডন সানচোর বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে বক্সে বাড়ান ফের্নান্দেস। সেখান থেকে দারুণ শটে জাল খুঁজে নেন ফ্রেদ। ৬৪তম মিনিটে বালদের দারুণ এক ক্রস হেড নেন জুল কুন্দে। লাফিয়ে সেটি ঠেকিয়ে দেন দে হেয়া।  

৭৩তম মিনিটে আন্তনির গোলে এগিয়ে যায় ইউনাইটেড। ফের্নান্দেসের পা থেকে আসা বল প্রথম শট নেন গার্নাচো যদিও জটলার মাঝে তা ফিরে আসে। একই পথে হাঁটেন ফ্রেদও। তবে তৃতীয় শটে বল ঠিকই জালে পাঠান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। এই গোলেই জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে এরিক টেন হাগের শিষ্যরা।  

বাংলাদেশ সময়: ০৩৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২৩
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।