এশিয়ান কাপের সেমি ফাইনালে জর্ডানের কাছে হেরে আসর থেকে বিদায় হয়েছে দক্ষিণ কোরিয়ার। এই ব্যর্থতায় ছাটাই করা হয়েছে কোচ ইয়ুর্গেন ক্লিন্সমানকে।
সুপারিশে কেএফএর টেকনিক্যাল ডিরেক্টর হোয়াংবো কোয়ান উল্লেখ করেছিলেন, ‘একটি ফুটবল দলকে লড়াকু হিসেবে গড়ে তুলতে যে ধরনের নেতৃত্ব এবং গেম ম্যানেজমেন্ট, খেলোয়াড় ম্যানেজমেন্ট ও কাজের মানসিকতা জাতীয় দলের একজন কোচের কাছ থেকে আমরা আশা করি, তা ফুটিয়ে তুলতে ব্যর্থ হয়েছেন ক্লিন্সমান। ’
ক্লিন্সমান নিয়োগ পাওয়ার পর থেকেই দলের ব্যর্থতা শুরু হয়। তার অধীনে প্রথম ৫ ম্যাচ জিততেই পারেনি দক্ষিণ কোরিয়া। বেশির ভাগ সময় তিনি লস অ্যাঞ্জেলসে থেকেই কাজ করছিলেন, যেখানে এখন তিনি থাকেন। এটা নিয়ে সমালোচনা ছিল অনেক বেশি।
বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২৪
আরইউ