ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ইতিহাস গড়ার সামনে লেভানডফস্কি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৫ ঘণ্টা, মে ৮, ২০১৬
ইতিহাস গড়ার সামনে লেভানডফস্কি ছবি: সংগৃহীত

ঢাকা: জার্মানির লিগ ইতিহাসে বিদেশী খেলোয়াড়দের মধ্যে ‍এক মৌসুমে সর্বোচ্চ গোলস্কোরারের রেকর্ড গড়ার সামনে রবার্ট লেভানডফস্কি। ইনগোলসতাদের বিপক্ষে (২-১) জোড়া গোল করে ছুঁয়েছেন ডাচ ফরোয়ার্ড হান্টেলারের ২৯ গোলের রেকর্ড।

২০১১-১২ মৌসুমে শালকের হয়ে ২০১১-১২ মৌসুমে ২৯টি গোল করেছিলেন হান্টেলার। জার্মান খেলোয়াড়দের বাইরে অন্য কারোরই এমন কীর্তি ছিল না। এবার এ তালিকায় নাম লেখালেন বায়ার্ন মিউনিখ তারকা।

লেভানডফস্কির সামনে রয়েছে হান্টেলারকেও ছাড়িয়ে যাওয়ার হাতছানি। হ্যানোভারের বিপক্ষে (১৪ মে) মৌসুমের শেষ ম্যাচে গোল পেলেই নতুন ইতিহাস গড়বেন ২৭ বছর বয়সী এ পোলিশ স্ট্রাইকার।

ইনগোলসতাদের বিপক্ষে জয় দিয়ে টানা চতুর্থবারের মতো শিরোপা উল্লাসে মাতে বাভারিয়ানরা। এ ম্যাচেই বায়ার্নের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে এক মৌসুমে সর্বোচ্চ ২৯টি গোলের মাইলফলক স্পর্শ করেন লেভানডফস্কি।

১৯৮০-৮১ মৌসুম প্রথমবার এমন নজির স্থাপন করেছিলেন জার্মান কিংবদন্তি কার্ল হেইঞ্জ রুমেনিগে। যিনি বর্তমানে বায়ার্নের চেয়ারম্যান।

বাংলাদেশ সময়: ১০৫২ ঘণ্টা, মে ৮, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।