ঢাকা: কাতার ২০২২ বিশ্বকাপের স্টেডিয়াম নির্মাণ কাজে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এমনটি নিশ্চিত করেছে আয়োজক কমিটি।
এক বিবৃতিতে বলা হয়, ‘আমাদের কার্যক্রম চলাকালে এক কর্মীর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। শনিবার সকালে আল ওয়াকরাহ স্টেডিয়ামে ঘটনাটি ঘটে। তবে এ নিয়ে তদন্ত চলছে। ’
স্টেডিয়াম তৈরির কাজে এটিই প্রথম কোনো মৃত্যুর ঘটনা বলে জানায় আয়োজকরা। তবে গত ফেব্রুয়ারিতে দু’জন ভারতীয় নাগরিকের নিহত হওয়ার খবর প্রকাশ করে এসসিডিএল। পরে ৫২ বছর বয়সী এক পেইন্টারের মৃত্যুর খরবও পাওয়া যায়।
২০০২ দক্ষিণ কোরিয়া-জাপান বিশ্বকাপের পর এই প্রথম এশিয়ার কোনো দেশ হিসেবে কাতার বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে।
বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, ২৪ অক্টোবর, ২০১৬
এমএমএস