ঢাকা, বুধবার, ২৩ বৈশাখ ১৪৩২, ০৭ মে ২০২৫, ০৯ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

ফায়ার ড্রিল থেকে এয়ার রেইড মহড়া: সম্ভাব্য হামলা ঠেকাতে ভারতে ব্যাপক প্রস্তুতি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০১, মে ৬, ২০২৫
ফায়ার ড্রিল থেকে এয়ার রেইড মহড়া: সম্ভাব্য হামলা ঠেকাতে ভারতে ব্যাপক প্রস্তুতি

ভারতজুড়ে ২৪৪টি সিভিল ডিফেন্স এলাকায় আগামীকাল বুধবার (৭ এপ্রিল) থেকে দিনভর বড়সড় নিরাপত্তা মহড়া শুরু হতে যাচ্ছে। ১৯৭১ সালের যুদ্ধের পর এই প্রথমবার এত ব্যাপক পরিসরে এমন মহড়া শুরু করতে যাচ্ছে ভারত সরকার।

ভারতশাসিত পহেলগাঁওয়ে হামলার ঘটনার পর থেকে দিল্লি-মুম্বাই থেকে শুরু করে ভারতে পাহাড়ি জেলা, পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র সর্বত্র ব্যাপক সতর্কতা জারি করা হয়েছে।

ভারত সরকার বলছে, কেন্দ্র ঘোষিত মক ড্রিলের অংশ হিসেবে এমন আয়োজন করা হচ্ছে। পহেলগাঁওয়ে হামলার পর ভারতের অভিযোগ করছে পাকিস্তানের ‘ডিপ স্টেট’ এতে জড়িত। ফলে যেকোনো সময় ফের হামলার ঘটনা ঘটতে পারে। সম্ভাব্য মোকাবিলার রুখে দেওয়ার আগে মক ড্রিল করা হচ্ছে। কেন্দ্রের নির্দেশে সব রাজ্যেই এ মহড়া আয়োজন করা হয়েছে।

দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, দিল্লি, মুম্বাই, চেন্নাই, তারাপুর, কালপাক্কমের মতো উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় মক ড্রিলের সর্বোচ্চ স্তরের প্রস্তুতি চলছে। এয়ার রেইড সাইরেন বাজানো, বিদ্যুৎবিহীন পরিবেশ তৈরিসহ জনগণের মধ্যে সচেতনতা তৈরির কাজও করা হচ্ছে।

জম্মুর স্কুলে ছাত্রছাত্রীদের শেখানো হয়েছে কীভাবে এয়ার রেইড হলে ডেস্কের নিচে আশ্রয় নিতে হয়। লখনউয়ের সিভিল লাইন্সে বাজানো হয়েছে সতর্কতা সাইরেন। পুলিশের অংশগ্রহণে হয়েছে ফায়ার ড্রিল। আগুন নেভাতে ব্যবহার করা হয়েছে প্রতীকী ‘লাল কাপড়’।

নজরদারি বাড়ানো হয়েছে রাজস্থান-পাঞ্জাব সীমান্তে। এদিকে জয়সলমেরের পুলিশ সুপার সুধির চৌধুরি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, বর্তমান পদক্ষেপের ব্যাপকে কোনো তথ্য পাতার হলে, যারা জড়িত প্রমাণিত হবেন তাদের কঠিন শাস্তি হবে। কেউ যদি ভয়ে বা ব্ল্যাকমেইলের শিকার হন, তারা যেন সঙ্গে সঙ্গে পুলিশকে জানান।

ওড়িশার পুরীতে জুন মাসে অনুষ্ঠিতব্য রথযাত্রাকে কেন্দ্র করে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। মোতায়েন হয়েছে এনএসজি কমান্ডো। ১২টি জেলায় চলছে প্রস্তুতি।

মণিপুরের ইমফলের ব্যস্ত রাস্তায় যাতে আগুন লাগলে দ্রুত পৌঁছনো যায়, তার জন্য ফায়ার সার্ভিসে যোগ হয়েছে ‘মোটরসাইকেল ইউনিট’। সংকীর্ণ গলিতে আগুন লেগে গেলে সেটি নেভাতেও নেওয়া হয়েছে সর্বোচ্চ প্রস্তুতি।

পশ্চিমবঙ্গেও মক ড্রিলের নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রাজ্য প্রশাসনের আওতায় নেহরু যুব কেন্দ্র সংগঠন, স্বেচ্ছাসেবক, হোম গার্ড (সক্রিয় ও রিজার্ভ স্বেচ্ছাসেবক), এনসিসি, এনএসএস, এনওয়াইকেএস এ ড্রিলে অংশ নেবে। গ্রেটার কলকাতা (উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার একাংশ ), হাওড়া, দুর্গাপুর, হুগলি, হলদিয়া, মুর্শিদাবাদ, হাশিমারা, খড়গপুর, বার্নপুর- আসানসোল, ফারাক্কা-খেজুরিয়াঘাট, মেডিনিয়ন, চিত্তরঞ্জন, বালুরঘাট আলিপুরদুয়ার, রায়গঞ্জ, ইসলামপুর, দিনহাটা, মেখলি গঞ্জ, মাথাভাঙ্গা, কালিম্পং, জলঢাকা, কার্সিয়াং, কোচবিহার, বর্ধমান, দার্জিলিং, বীরভূম, জলপাইগুড়ি, মালদা পূর্ব মেদিনিপুর, পশ্চিম মদিনাপুর, শিলিগুড়ি মত এলাকাগুলোয় এ মহড়া চলবে।

প্রতিটি মহড়ায় বিমান হামলার সতর্কতা সাইরেন বাজলে কি করতে হবে, হঠাৎ ব্ল্যাকআউট হলে কি করণীয়, জরুরি পরিস্থিতিতে কীভাবে দ্রুত উদ্ধারকাজ করতে হবে, বলে দেওয়া হচ্ছে। মিলিটারি বেস, পাওয়ার প্লান্ট বা গুরুত্বপূর্ণ বিল্ডিংগুলি কীভাবে ঢেকে দেওয়া হবে সেটিও শিখিয়ে দেওয়া হবে।

এই মহড়ার প্রস্তুতি নেওয়ার পাশাপাশি পাকিস্তানকেও কড়া বার্তা দিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। তারা বলছে, দেশের নাগরিক, প্রশাসন ও প্রতিরক্ষা বাহিনী যেকোনো পরিস্থিতির মোকাবিলায় প্রস্তুত।

 ভিএস/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।