ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

চীনে ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ১৭

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৫ ঘণ্টা, জুলাই ১৩, ২০১০
চীনে ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ১৭

বেইজিং: চীনের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে ভারি বর্ষণের ফলে সৃষ্ট ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ১৭ জনে পৌঁছেছে। এছাড়া এখনো ৪৪ জন নিখোঁজ রয়েছে।

সোমবার স্থানীয় সরকারের কর্মকর্তারা ও রাষ্ট্রীয় বার্তাসংস্থা সিনহুয়া এ তথ্য জানায়।

কর্মকর্তারা বার্তাসংস্থা এএফপিকে জানান, ইউনান প্রদেশের ঝাউতং শহরের একটি এলাকায় পাহাড়ের একটি অংশ ধসে ৪ জন নিহত ও ৪২ জন নিখোঁজ হয়েছে। তারা আরও বলেন, “দুর্ঘটনা কবলিত স্থানটি পর্বত-ঘেরা নদীর উপত্যকায় অবস্থিত। লোকজন নিজ নিজ বাড়িতেই মাটি চাপা পড়ে। ”

পাশ্ববর্তী সিচুয়ার প্রদেশে দু’টি পৃথক ভূমিধসের ঘটনায় ১৩ জন নিহত ও দুই জন নিখোঁজ রয়েছে।

কিয়াজিয়া শহর থেকে নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বলেন, “মুষলধারে বৃষ্টিপাতের কারণে ভূমিধসের সৃষ্টি হয়েছে। ”

সিনহুয়া জানায়, একই বিপর্যয়ে আরও ৫৩ জন আহত হয়েছে।

সরকারি তথ্য মতে, চলতি বছরে বন্যা সম্পর্কিত কারণে অন্তত ৫৬৭ জন নিহত ও ২৫১ জন আহত হয়েছে চীনে।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৪৪৯ ঘণ্টা, জুলাই ১৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।