ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

চীনে ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৩৭

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০২ ঘণ্টা, জুলাই ১৪, ২০১০
চীনে ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৩৭

বেইজিং: চীনে ভারি বর্ষণের ফলে সৃষ্ট চারটি ভূমিধসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩৭ জনে পৌঁছেছে। এছাড়া এখনও ৪০ জন নিখোঁজ রয়েছে।

বুধবার স্থানীয় সরকারের কর্মকর্তারা ও রাষ্ট্রীয় বার্তাসংস্থা সিনহুয়া এ তথ্য জানায়।

চীনের দণি-পশ্চিম অঞ্চলের  ইউনান, সিচুয়ান প্রদেশ ও মধ্য অঞ্চলের হুনান প্রদেশে ভূমিধসের ঘটনাগুলো ঘটেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় সরকারের একজন মুখপাত্র বার্তাসংস্থা এএফপিকে জানান, সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা ইউনান প্রদেশের কিয়াওজিয়া অঞ্চলে ১৩ জন নিহত হয়েছে। নিখোঁজ রয়েছে ৩২ জন, আহত হয়েছে ৪৩ জন।

চাইনা ডেইলি নামের একটি সংবাদপত্র জানায়, পাশ্ববর্তী সিচুয়ান প্রদেশে দু’টি পৃথক ভূমিধসের ঘটনায় ১৪ জন নিহত হয়েছে।

বার্তাসংস্থা সিনহুয়া জানায়, হুনান প্রদেশেও ১০ জন নিহত এবং ৫ জন নিখোঁজ হয়েছে। ত্রাণকর্মীরা আক্রান্ত এলাকাগুলোতে তাঁবু, চাল, কাপড়সহ প্রয়োজনীয় জিনিসপত্র বিতরণ করছে বলেও বার্তাসংস্থাটি জানায়।

চীনের বেসামরিক সম্পর্ক বিষয়ক মন্ত্রণালয় থেকে জানানো হয়, জুলাই মাসের প্রথম দিকে শুরু হওয়া মুষলধারে বৃষ্টিপাত ও বন্যার কারণে চীনে অন্তত ১০৭ জন নিহত ও ৫৯ জন নিখোঁজ হয়।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৭৪৭ ঘন্টা, ১৪ জুলাই, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।