ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বিশাখাপত্তমে তাণ্ডব শেষে

দুর্বল হয়ে উত্তরে সরে যাচ্ছে হুদহুদ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৪ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৪
দুর্বল হয়ে উত্তরে সরে যাচ্ছে হুদহুদ

ঢাকা: বিশাখাপত্তম উপকূলে তাণ্ডব চালিয়ে অন্ধ্রপ্রদেশের উপর দিয়ে উত্তর দিকে দুর্বল থেকে দুর্বলতর হয়ে সরে যাচ্ছে ঘূর্ণিঝড় হুদহুদ। রোববার বিকেল সাড়ে ৪টা পর্যন্ত শক্তিশালী ঝড়টির লেজ বিশাখাপত্তম অতিক্রম করছিল।

তবে হুদহুদের সম্মুখের রাজ্যগুলোতে প্রবল বর্ষণ ও ভূমিধসের সতর্কতা জারি করা হয়েছে।

ভারতীয় ‍আবহাওয়া অধিদফতর জানায়, ঘণ্টায় প্রায় ২১০ কিলোমিটার গতিবেগ নিয়ে বেলা সাড়ে ১১টার কিছু আগে প্রদেশের কৈলাশগিরি পার্ক ও তৎসংলগ্ন এলাকায় আঘাত হানার পর রাজ্যের সর্ববৃহৎ শহর বিশাখাপত্তম অতিক্রম করে হুদহুদ।

আবহাওয়া অধিদফতর আরও জানায়, হুদহুদের প্রভাবে সৃষ্ট ভারি বৃষ্টিপাত ও জলোচ্ছ্বাসে অন্ধ্রপ্রদেশের উপকূলীয় জেলাগুলোতে ব্যাপক ভূমিধসের ঘটনা ঘটেছে। তীব্র বাতাস রাজ্যের আবহাওয়া দফতরের রাডারও উপড়ে ফেলে দিয়েছে বলে জানা গেছে।

তবে ঘূর্ণিঝড়ের কারণে গাছপালা ও বৈদ্যুতিক খুঁটি রাস্তার ওপর আছড়ে পড়ায় যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে, এ কারণে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

অবশ্য ভারি বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বিপর্যয়ে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তমে দুইজন ও শ্রীকাকুলাম জেলায় একজনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এছাড়া, দুইজনের প্রাণহানির খবর পাওয়া গেছে উড়িষ্যা রাজ্যে।
/AP_1
স্থানীয় ও কেন্দ্রীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের উদ্ধৃতি দিয়ে সংবাদ সংস্থা এএনআই জানায়, হুদহুদ আঘাত হানার পরপরই উদ্ধার অভিযান পরিচালনা করতে শ্রীকাকুলাম, বিজয়নগরম ও বিশাখাপত্তমে নেমে পড়ে উদ্ধারকারী দল।

এএনআই জানায়, ঝড়ের প্রভাবে বিশাখাপত্তম, বিজয়নগরম ও শ্রীকাকুলাম জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। এমনকি ঘূর্ণিঝড়ে সৃষ্ট জলোচ্ছ্বাস এবং তৎপরবর্তী ভারি বর্ষণের কারণে রাজ্যটিতে ব্যাপক ভূমিধসের খবরও পাওয়া গেছে। এছাড়া, ভারি বৃষ্টিপাতে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে আশপাশের জেলাগুলোতেও। অন্ধ্রপ্রদেশের ওপর দিয়ে মূল ধ্বংসযজ্ঞ চালিয়ে গেলেও উড়িষ্যায়ও জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে খবর পাওয়া গেছে।

এদিকে, বিশাখাপত্তম হয়ে উত্তর দিকে সরতে থাকায় এর প্রভাবে মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, বিহারসহ উত্তরাঞ্চলের ‍রাজ্যগুলোতে ভারি বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে কেন্দ্রীয় আবহাওয়া অধিদফতর।

দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের উদ্ধৃতি দিয়ে এনডিটিভির খবরে আরও বলা হয়, বিশাখাপত্তমই ঘূর্ণিঝড়ে সবচেয়ে বেশি বিপর্যস্ত হয়েছে বলে মনে করা হচ্ছে।
Andrha_1
নৌবাহিনীর মুখপাত্র জানান, সন্ধ্যা ৬টার মধ্যে বাতাসের গতিবেগ অন্তত ৫০ শতাংশ হ্রাস পাবে। তবে, বেড়ে যেতে পারে বৃষ্টিপাতের হার। এ কারণে পরবর্তী কিছু সময় আরও বেশি সতর্ক থাকতে হবে।

অপরদিকে, হুদহুদের সরাসরি আঘাত থেকে বেঁচে গেলেও প্রবল বর্ষণে ভাসছে উড়িষ্যা রাজ্য। বিশেষত রাজ্যের উপকূলীয় জেলাগুলোতে ভারি বৃষ্টিপাত চলছে বলে জানিয়েছে স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।

ঘূর্ণিঝড় আঘাত হানার আগে দুর্যোগ ব্যবস্থাপনার সার্বিক বিষয় নিয়ে রোববার জরুরি বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৈঠকে দুর্যোগ মোকাবেলায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৪

** বিশাখাপত্তম অতিক্রম করছে হুদহুদ
** হুদহুদের প্রভাবে ভোলায়‌‌‌ ঝোড়ো বাতাস, নিম্নাঞ্চল প্লাবিত

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।