ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মেক্সিকোর সরকারি ভবন জ্বালিয়ে দিয়েছে বিক্ষোভকারীরা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৫ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৪
মেক্সিকোর সরকারি ভবন জ্বালিয়ে দিয়েছে বিক্ষোভকারীরা

ঢাকা: মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় গুয়েরেরো প্রদেশের সরকারি কার্যালয়ে অগ্নিসংযোগ করেছে বিক্ষোভকারীরা। স্থানীয় টিচার্স ট্রেনিং কলেজের অপহৃত ৪৩ শিক্ষার্থীকে খুঁজে বের করার দাবিতে প্রাদেশিক রাজধানী চিলপানসিনগোতে অবস্থিত সচিবালয়ের সামনে সোমবার জড়ো হয় বিক্ষোভকারীরা।

এ সময় সরকারি বেশ কয়েকটি ভবনে হামলা চালিয়ে ভাঙচুরের পাশাপাশি আগুন ধরিয়ে দেয় ক্ষুব্ধ বিক্ষোভকারীরা।

ধারণা করা হচ্ছে মাদক চক্র সংশ্লিষ্ট স্থানীয় পুলিশের বিপথগামী সদস্যরা এই শিক্ষার্থীদের অপহরণের ঘটনার সঙ্গে যুক্ত। গত ২৬ সেপ্টেম্বর নিখোঁজ হন ওই ৪৩ শিক্ষার্থী।

মঙ্গলবারের মধ্যে নিখোঁজ ছাত্রদের খুঁজে বের করা না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীদের নেতা রামোস রেইস।

নিখোঁজ শিক্ষার্থীদের খোঁজে এখনও তল্লাশি চালাচ্ছে কর্তৃপক্ষ। ইগুয়ালায় সম্প্রতি আবিষ্কৃত একটি গণকবরে পুতে রাখা মৃতদেহগুলোর সঙ্গে নিখোঁজ শিক্ষার্থীদের ডিএনএ মেলানো হচ্ছে।

ইতোমধ্যেই ইগুয়ালা নগর পুলিশের ২৬ জন সদস্যকে এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আটক করা হয়েছে। পাশাপাশি নগরীর মেয়র, তার স্ত্রী, এবং স্থানীয় পুলিশ প্রধানকেও খোঁজা হচ্ছে এ ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য। তবে ঘটনার পর থেকেই তারা আত্মগোপনে রয়েছেন।

বাংলাদেশ সময়: ১৪৪৩ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।