ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ব্রাজিলে কারাবিদ্রোহ, বন্দিদের হাতে বন্দি ১২ কারারক্ষী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫০ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৪
ব্রাজিলে কারাবিদ্রোহ, বন্দিদের হাতে বন্দি ১২ কারারক্ষী

ঢাকা: ব্রাজিলের আবারও কারাবিদ্রোহের ঘটনা ঘটেছে। দক্ষিণাঞ্চলীয় পারানা প্রদেশের গুয়ারাপুয়াভা কারাগারে কমপক্ষে ১২ জন কারারক্ষীসহ আরও বেশ কয়েকজন বন্দিকে জিম্মি করেছে কয়েদীরা।



স্থানীয় সময় সোমবার রাতের ওই ঘটনায় এখন পর্যন্ত মৃত্যুর কোনো খবর পাওয়া না গেলেও বেশ কয়েকজন আহত হয়েছে। দুর্বল ব্যবস্থাপনা, নিকৃষ্ট খাবার এবং কারারক্ষীদের বাজে ব্যবহারের প্রতিবাদে কয়েদীরা এ ঘটনা ঘটিয়েছে বলে জানিয়েছে স্থানীয় সংবামাধ্যম।

এ ঘটনায় এখন পর্যন্ত আটজন আহত হয়েছেন, যাদের মধ্যে ছাদ থেকে ছুঁড়ে ফেলা হয়েছে ছয়জনকে। বর্তমানে কারাবিদ্রোহীদের সঙ্গে আলোচনা চালাচ্ছে পারানার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ব্রাজিলের কারাগারগুলোতে ধারণ ক্ষমতার কয়েকগুণ বন্দি রাখার সেখানে প্রায়ই কারাবিদ্রোহ ঘটতে দেখা যায়। বন্দিদের অভিযোগ কারাগারের খাবারের মান খুবই খারাপের পাশাপাশি নিয়মিতভাবে কারারক্ষীদের খারাপ আচরণের শিকার হন তারা। এছাড়াও দেশটির কারাগারগুলোতে বিভিন্ন অপরাধী চক্র ব্যাপকভাবে তৎপর।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, অক্টোবর ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।