ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

কোবানেতে হামলা জোরদার করেছে আইএস

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৩ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৪
কোবানেতে হামলা জোরদার করেছে আইএস

ঢাকা: সিরিয়ার কোবানে শহরে কুর্দি যোদ্ধাদের অবস্থান লক্ষ্য করে তীব্র হামলা শুরু করেছে ইসলামিক স্টেট জঙ্গিরা। আইএস এর ব্যাপক হামলার মুখে এখন অতিরিক্ত সাহায্যের প্রতীক্ষা করছে শহরটিতে অবরুদ্ধ হয়ে পড়া কুর্দি যোদ্ধারা।



মঙ্গলবার তুর্কি সীমান্তবর্তী কোবানে শহরে কুর্দি মিলিশিয়াদের অবস্থান লক্ষ্য করে ব্যাপক হামলা শুরু করে আইএস। সোমবার বিকেল থেকেই লড়াই শুরু হয়। তুরস্ক থেকে কোনো সহায়তা যেন কুর্দি যোদ্ধারা লাভ করতে না পারে সেজন্য তুর্কি সীমান্ত থেকে শহরটিকে বিচ্ছিন্ন করার চেষ্টা চালাচ্ছে আইএস জঙ্গিরা।

এর আগে সোমবার তুরস্ক ঘোষণা দিয়েছিলো তারা কোবানের কুর্দি যোদ্ধাদের সহায়তার জন্য সীমান্ত খুলে দেবে। কোবানে বর্তমানে সিরিয়ার আইএস বিরোধী লড়াইয়ের সবচেয়ে আলোচিত যুদ্ধক্ষেত্র।

এদিকে কুর্দি যোদ্ধাদের সাহায্যার্থে সোমবার সারারাত কোবানের আশপাশে আইএস এর অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে মার্কিন নেতৃত্বাধীন কোয়ালিশন বাহিনী। পাশাপাশি সোমবার তিনটি সি-১৩০ সামরিক পরিবহন বিমান থেকে কোবানে শহরে কুর্দি যোদ্ধাদের জন্য সাহায্য ফেলা হয় বলে জানিয়েছে মার্কিন সামরিক সূত্র।

বাংলাদেশ সময়: ১৮৫৩ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৪

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।