ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

শনিবার গুজরাটে আঘাত হানবে ‘নিলোফার’

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৩ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৪
শনিবার গুজরাটে আঘাত হানবে ‘নিলোফার’

ঢাকা: আরব সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘নিলোফার’ আগামী শনিবার পশ্চিমাঞ্চলের রাজ্য গুজরাটের কুচ অঞ্চলে আঘাত হানবে। এর খানিক প্রভাব পড়তে পারে পাকিস্তান উপকূলেও।



ওইদিন দুপুরে আগেই ঘূর্ণিঝড়টি আঘাত হানবে বলে জানিয়েছে মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট অব ইন্ডিয়া। এ সময় বাতাসে গতিবেগ হবে ঘণ্টায় সর্বোচ্চ ১৫৫ কিলোমিটার।

ঘূর্ণিঝড়ের প্রভাবে শুক্রবার থেকে উপকূলীয় সৌরাষ্ট্র ও কুচ জেলায় ভারী বর্ষণের কথা জানিয়েছে দেশটির আবহাওয়া অধিদফতর।

মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট জানাচ্ছে, নিলোফার আরো তীব্র আকার ধারণ করে ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে উপকূলীয় এলাকায় আঘাত হানবে। এর খানিক প্রভাব পড়তে পারে পাকিস্তান উপকূলেও।

মূল অভিমুখ ওমান উপকূলের দিকে হলেও দিক পরিবর্তনের আশঙ্কায় আরব সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘নিলোফার’ মোকাবেলায় এরই মধ্যে প্রস্তুতি শুরু করেছে গুজরাটের প্রশাসন।

ভারতের জাতীয় আবহাওয়া অধিদফতর (আইএমডি) জানিয়েছে, নিলোফারের মূল অভিমুখ হতে পারে ওমান উপকূল। তবে এটি দিক পরিবর্তন করে ‍আছড়ে পড়তে পারে গুজরাট উপকূলের দিকেও।

নিলোফার নিয়ে ইতোমধ্যে গুজরাটের সৌরাষ্ট্র জেলা ও কুচ অঞ্চলসহ বিভিন্ন বন্দরে সতর্কতাও জারি করেছে রাজ্য আবহাওয়া অধিদফতর।

এর আগে এ মাসেই ঘূর্ণিঝড় ‘হুদহুদ’ ভারতের মধ্য পূর্বাঞ্চলে আঘাত হানে। হুদহুদের আঘাতে সে সময় ৪০ জনের প্রাণহানি হয়।

বাংলাদেশ সময়: ১৩৩৪ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৪

** নিলোফার আরো ঘনীভূত, গুজরাটে সতর্কতা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।