ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বাশার বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহীদের অভিযান জোরদার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৯ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৪
বাশার বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহীদের অভিযান জোরদার

ঢাকা: সিরিয়ার একনায়ক বাশার আল আসাদের বাহিনীর বিরুদ্ধে অভিযান জোরদার করেছে সিরিয়ার বিদ্রোহীরা। সোমবার ভোরে পশ্চিমাঞ্চলীয় ইদলিব নগরীতে এক যোগে অভিযান শুরু করে বিদ্রোহী জাবাথ আল নুসরা ফ্রন্ট ও তাদের মিত্ররা।

নুসরা ফ্রন্ট জানিয়েছে সোমবারের অভিযানে তারা ডজনখানেক সরকারি সেনাকে হত্যা করেছে।

২০১২ সালে সংক্ষিপ্ত সময়ের জন্য বিদ্রোহীদের হাতে ইদলিবের নিয়ন্ত্রণ হারালেও এখনও নগরীটির নিয়ন্ত্রণ রয়েছে সরকারি সেনাদের হাতে।

সিরিয়ার গৃহযুদ্ধ চলছে চতুর্থ বছরে। যুদ্ধে এ পর্যন্ত প্রাণ হারিয়েছে প্রায় দুই লাখ মানুষ। ইদলিবে সোমবার ভোরে শহরের চারদিক দিয়ে আক্রমণ শুরু করে বিদ্রোহীরা। এ সময় সরকারি চেকপোস্টগুলো দখলে নিয়ে গভর্নরের অফিস এবং পুলিশ হেডকোয়ার্টারের নিয়ন্ত্রণ নেয় বিদ্রোহীরা। তবে কিছুক্ষণ পরই সরকারি বাহিনীর অভিযানের মুখে পিছু হটতে বাধ্য হয় তারা।

অধিকাংশ লড়াই ঘটে নগরীর দক্ষিণাঞ্চলীয় মাসটুমেহ পাহাড়ের আশপাশে। বিদ্রোহীরা এ সময় গুরুত্বপূর্ণ পাহাড়টির নিয়ন্ত্রণ গ্রহণ করে। তবে সরকারি বাহিনী হেলিকপ্টার গানশিপের মাধ্যমে বিদ্রোহীদের হামলার জবাব দেয়। এ সময় উভয় পক্ষে ডজনখানেক লোক নিহত হয়। ইদলিব প্রদেশের অধিকাংশ এলাকাই বিদ্রোহীদের নিয়ন্ত্রনে।

সম্প্রতি নুসরা ফ্রন্ট এবং এর মিত্ররা সিরিয়ার উত্তরপশ্চিমাঞ্চলে এবং দক্ষিণে ধীরে ধীরে অগ্রগতি লাভ করছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিনিধিরা। যদিও সিরিয়ার লড়াইয়ে সারা বিশ্বের মনোযোগ এখন তুর্কি সীমান্তবর্তী কোবানের দিকে। সেখানে চরমপন্থি আইএস জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করছে কুর্দি বিদ্রোহীরা।

আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো জানিয়েছে গত এক সপ্তাহে সিরিয়ার বিদ্রোহীদের লক্ষ্য করে ৬শ‘ বার বিমান হামলা চালিয়েছে সিরিয়ার সেনারা। এছাড়া হেলিকপ্টার থেকে ফেলা হয় ব্যারেল বোমা। এসব হামলায় অন্তত ১৮০ জন বেসামরিক মানুষ মারা যায়।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।