ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের আদালতে অমিতাভকে তলব

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৪ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৪
যুক্তরাষ্ট্রের আদালতে অমিতাভকে তলব অমিতাভ বচ্চন

ঢাকা: বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চনকে তলব করেছে যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলস ফেডারেল কোর্ট। ভারতে ১৯৮৪ সালের নভেম্বরে দাঙ্গার সময় শিখ সম্প্রদায়ের বিরুদ্ধে সংঘর্ষের উস্কানি দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে সমন জারি করা হয়।



নিজের দুই শিখ দেহরক্ষী দ্বারা ১৯৮৪ সালের ৩১ অক্টোবর তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দ্রিরা গান্ধী নিহত হন। এরপর অমিতাভ খুন ক্যা বদলা খুন (রক্তের বদলে রক্ত) স্লোগান দিয়ে সমালোচিত হন। পরে ভারতে শিখবিরোধী দাঙ্গা ছড়িয়ে পড়ে। এই অভিযোগেই অমিতাভকে তলব করেছে যুক্তরাষ্ট্র।

ফেডারেল রুলস অব সিভিল প্রসিডিউর অনুযায়ী, সমনের জবাব দেওয়ার জন্য বচ্চনের হাতে ২১ দিন সময় রয়েছে।

নিউইয়র্ক ভিত্তিক সংগঠন শিখ ফর জাস্টিস (এসএফজে) এর অভিযোগের প্রেক্ষিতে এ সমন জারি করা হয়। ৩৫ পৃষ্ঠার অভিযোগে বলা হয়, ইন্ধিরা গান্ধী হত্যাকাণ্ডের পর বচ্চনের উস্কানিতে দেশব্যাপী শিখবিরোধী দাঙ্গা ছড়িয়ে পড়ে।

বাংলাদেশ সময়: ১৯০৪ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।