ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বিক্ষোভে উত্তাল বার্কিনা ফাসো, পার্লামেন্টে আগুন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৪ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৪
বিক্ষোভে উত্তাল বার্কিনা ফাসো, পার্লামেন্টে আগুন

ঢাকা: বিক্ষোভে টালমাটাল পশ্চিম আফ্রিকার দেশ বার্কিনা ফাসো। বিক্ষোভকারীরা পার্লামেন্ট ভবনে আগুন জ্বালিয়ে দিয়েছে।

খবর বিবিসি অনলাইন।

সম্প্রতি ২৭ বছর ধরে ক্ষমতায় থাকা দেশটির প্রেসিডেন্ট ব্লেইজে কমপাওরের শাসনের মেয়াদ বৃদ্ধির প্রতিবাদে ফুঁসেছে প্রতিবাদকারীরা।

খবলে বলা হয়, প্রেসিডেন্টের মেয়াদ বৃদ্ধির জন্য পার্লামেন্টে সংবিধান পরিবর্তন হতে পারে। এজন্যই পার্লামেন্টে হামলা করেছে বিক্ষোভকারীরা।

বিবিসি জানায়, দেশটির রাজধানীতে অবস্থিত ক্ষমতাসীন দলের সদরদপ্তর ও সিটি হলে আগুন জ্বলতে দেখা গেছে। বার্কিনা ফাসোর সেনারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। বিক্ষোভকারীদের ওপর গুলিবর্ষণের ঘটনাও ঘটেছে।

১৯৮৭ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় বসেন কমপাওরে। এরপর থেকে চারবার বিতর্কিত নির্বাচনে জয়লাভ করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।