ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ওয়াগাহ সীমান্তে হামলায় বান কি মুনের নিন্দা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৯ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৪
ওয়াগাহ সীমান্তে হামলায় বান কি মুনের নিন্দা

ঢাকা: পাকিস্তানের ওয়াগাহ সীমান্তে রোববারের (০২.১১.২০১৪) আত্মঘাতী হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন। তিনি বলেন, এ ধরনের সন্ত্রাসী কার্যক্রম কখনোই মেনে নেওয়া যায় না।



লাহোরের ভারতের সীমান্তবর্তী ওই ঘটনায় তাৎক্ষণিকভাবে ৪৫ জন নিহত হলেও মঙ্গলবার (০৪.১১.২০১৪) পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ৬০ জনে পৌঁছে। আহত হয়েছেন আরো কমপক্ষে ১২০ জন।

লাহোরের হাসপাতালে আহতদের আর্তনাদে ভারি হয়ে উঠেছে। চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। লাহোরের সব হাসপাতালে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

ঘটনার পর ওই সীমান্ত দিয়ে ভারত ও পাকিস্তানের বাণিজ্য বন্ধ হয়ে আছে।

জাতিসংঘের মুখপ‍াত্র স্টিফেন ডুজারিক বলেন, এ ধরনের হামলা যেকোনো অবস্থায় মেনে নেওয়া যায় না। জড়িতদের আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব।

লাহোর পুলিশ প্রধান আমিন ওয়েইনস জানান, ওয়াগাহ সীমান্তে প্যারেড দেখে ফেরার পথে ওই হামলা চালানো হয়।

প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ঘটনার তদন্ত রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছেন।

উল্লেখ্য, ভারতের শহর অমৃতসার ও পাকিস্তানের লাহোরে পৌছানোর একমাত্র সীমান্ত ওয়াগাহ।

এদিকে পাকিস্তানের কট্টরপন্থী সংগঠন জানদাল্লাহ এবং তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) সহযোগী সংগঠন জামাত-উল-আহরার পৃথকভাবে এই হামলার দায় স্বীকার করেছে।

আত্মঘাতী হামলায় জড়িত থাকার অভিযোগে গতকাল সোমবার সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১০২০ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।