ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মিশরে ট্রাক-স্কুল বাস সংঘর্ষে নিহত ১৮

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৩ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৪
মিশরে ট্রাক-স্কুল বাস সংঘর্ষে নিহত ১৮

ঢাকা: মিশরের নীল নদ উপকূলের প্রশাসনিক অঞ্চল বাহেরিয়ায় একটি স্কুল বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে অন্তত ১৮ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১৮ জন।



সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্ধৃত করে দেশটির প্রভাবশালী সংবাদ মাধ্যম আল আহরাম বুধবার এ খবর জানিয়েছে।

সড়ক পরিবহন বিভাগের দায়িত্বশীল কর্মকর্তারা জানান, বুধবার সকালে একটি বেসরকারি সংস্থা পরিচালিত স্কুলের শিক্ষার্থীদের বহনকারী বাসটি আবু হুমুস শহরের কাছে আলেক্সান্দ্রিয়া কৃষি সড়কে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা কাঠ বহনকারী ট্রাকটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

অভ্যন্তরীন সড়ক পরিবহন মন্ত্রণালয়ের একজন শীর্ষ কর্মকর্তা জানান, ট্রাকটির চালক একটি কারকে চাতুর্য দেখিয়ে ওভারটেক করতে গেলেই এ সংঘর্ষের ঘটনা ঘটে। ট্রাকটির গ্যাসের ট্যাংক বিস্ফোরিত হওয়ার কারণেই বেশি হতাহতের ঘটনা ঘটেছে।

এছাড়া, ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ওপর ওঠে যাওয়ায় স্কুলবাসটি ধুমড়ে-মুচড়ে গেছে বলেও জানান কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৫২৪ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।