ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

‘কিস অব লাভ’ এর পর ‘হাগ অব লাভ’

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৫ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৪
‘কিস অব লাভ’ এর পর ‘হাগ অব লাভ’ ছবি: সংগৃহীত

ঢাকা: ভারতে আলোচিত ‘কিস অব লাভ’ এর পর প্রতিবাদের নতুন ভাষা ‘হাগ ও লাভ’। ‘হাগ অব লাভ’ এর শুরু হয়েছে কোচির একটি কলেজ থেকে থেকে।

শনিবার প্রতিবাদকারী ১০ শিক্ষার্থীকে বহিষ্কার করেছে কলেজ কর্তৃপক্ষ।

কোচির কোজহিকোডের ডাউনটাইন হোটেলে হামলার প্রতিবাদে মহারাজ কলেজ এ প্রতিবাদের আয়োজন করে। সে সঙ্গে তারা ‘কিস অব লাভ’ আন্দোলনকারীদের সঙ্গে একত্মতা প্রকাশ করে।

শুক্রবার কলেজ কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা অমান্য করে কিছু সংখ্যক শিক্ষার্থী একত্রিত হয়ে একে অপরকে আলিঙ্গন করে। এসময় অন্যদের মোবাইল ফোনে সে দৃশ্য ভিডিও করতে দেখা যায়।    

কলেজেরে অধ্যক্ষ টি ভি ফ্রান্সি বলেন, পূর্বানুমতি না দিয়ে এ ধরনের কার্যক্রম করার জন্য ১০ জনকে বহিষ্কার করা হয়েছে।

সম্প্রতি পশ্চিমবঙ্গে শুরু হওয়া ‘কিস অব লাভ’ মিডিয়ার কারণে ভারতে সাড়া ফেলে। কিস অব লাভ থেকে অনুপ্রাণিত হয়েই হাগ অব লাভের জন্ম।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।