ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সীমান্তে চীনা স্থাপনা গুঁড়িয়ে দেয়ার হুমকি ভারতের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২০ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৪
সীমান্তে চীনা স্থাপনা গুঁড়িয়ে দেয়ার হুমকি ভারতের

ঢাকা: সীমান্তে যে কোনো ধরনের অবৈধ চীনা স্থাপনাকে গুঁড়িয়ে দেয়ার হুঁশিয়ারি দিলেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। তবে একই সঙ্গে প্রতিবেশী দেশটির সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখার ইচ্ছাও প্রকাশ করেন রাজনাথ সিং।



সোমবার এক ৠালিতে তিনি এ কথা বলেন। এ সময় সাংবাদিকরা প্রশ্ন করেন, যদি এর পরও সীমান্তে ভারতীয় ভূখণ্ডে রাস্তা নির্মাণ করে তাহলে কী করবেন ? তখন রাজনাথ সিং বলেন, ওই স্থাপনা ভেঙ্গে দেয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না।
 
রাজনাথ সিং আরও বলেন, চীনকে অবশ্যই ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশ বন্ধের অভ্যাস বন্ধ করতে হবে।

ভারত-চীন সীমান্তের অমীমাংসিত বিশাল ভূখন্ডকে নিজেদের বলে দাবি করে থাকে দুই দেশই। এ নিয়ে মাঝে মাঝেই সীমান্তে দুই দেশের সেনাদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। এমনকি গত মাসে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের দিল্লি সফরের সময়ও ভারতীয় ভূখণ্ডে চীনা সেনার অনুপ্রবেশ ঘিরে দুই দেশের মধ্যে সৃষ্টি হয় কূটনৈতিক বাগযুদ্ধ।

বাংলাদেশ সময়: ১৮০২ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।