ঢাকা, বুধবার, ১৬ আশ্বিন ১৪৩২, ০১ অক্টোবর ২০২৫, ০৮ রবিউস সানি ১৪৪৭

আন্তর্জাতিক

২০১৫ সালের মধ্যে ইবোলা নিয়ন্ত্রণ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২৫, নভেম্বর ২২, ২০১৪
২০১৫ সালের মধ্যে ইবোলা নিয়ন্ত্রণ

ঢাকা: ২০১৫ সালের মাঝামাঝি সময়ের মধ্যে প্রাণঘাতী ভাইরাস ইবোলা পুরোপুরি নিয়ন্ত্রণ সম্ভব বলে জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। তবে এজন্য বিশ্বকে ভাইরাস মোকাবেলায় আরো কাজ করতে হবে।



বান কি মুন বলেন, যদিও পশ্চিম আফ্রিকার দেশ মালিতে এই রোগের ভয়াবহতা কিছুটা কমেছে তারপরও এই ভাইরাস উদ্বেগের যথেষ্ট কারণ আছে।

ওয়াশিংটনে হু, বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক অর্থ তহবিলের কর্মকর্তাদের সঙ্গে এক সভায় মুন এসব বলেন।

অন্যদিকে জাতিসংঘের ইবোলা মিশনের প্রধান অ্যান্থনি বানবুরি বলেন, ভাইরাস নির্মূলে বিশ্ব এখনও অনেক পিছিয়ে আছে।

উল্লেখ্য, আফ্রিকার দেশ গিনি, সিয়েরা লিওন ও লাইবেরিয়ায় ইবোলায় পাঁচ হাজার ৪০০ বেশি মানুষ নিহত হয়েছেন। কয়েকজন মারা গেছেন নাইজেরিয়া, স্পেন ও যুক্তরাষ্ট্রেও।

অন্য এক বক্তব্যে লাইবেরিয়ার পুলিশ জানিয়েছে, সম্পূর্ণ ইবোলা মুক্ত ন‍া হওয়া পর্য়ন্ত তারা দেশটির সমুদ্র সৈকতগুলো ২৯ নভেম্বর থেকে বন্ধ করে দিচ্ছেন।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।