ঢাকা, বৃহস্পতিবার, ১৭ আশ্বিন ১৪৩২, ০২ অক্টোবর ২০২৫, ০৯ রবিউস সানি ১৪৪৭

আন্তর্জাতিক

মোদী নকলবাজ, দাবি মুলায়ম সিং যাদবের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০৫, নভেম্বর ২৩, ২০১৪
মোদী নকলবাজ, দাবি মুলায়ম সিং যাদবের

ঢাকা: নরেন্দ্র মোদীর বিরুদ্ধে নিজের প্রকল্পের ধারণা চুরির অভিযোগ আনলেন সমাজবাদী পার্টির প্রধান মুলায়ম সিং যাদব।

সম্প্রতি দলের প্রত্যেক সংসদ সদস্যকে একটি করে গ্রাম দত্তক নেয়ার আহ্বান জানান ভারতীয় প্রধানমন্ত্রী মোদী।

এছাড়া নিজেও বারাণসীর কাছে একটি গ্রাম দত্তক নিয়েছেন তিনি।

এ প্রসঙ্গেই মোদীর ওপর বেজায় চটেছেন মুলায়ম সিং যাদব। তার দাবি গ্রাম দত্তক নেয়া থেকে শুরু করে ঘরে ঘরে টয়লেট নির্মাণের ‘আইডিয়া’গুলো আসলে তারই। অনেক আগেই তিনি এসব করে দেখিয়েছেন তিনি। আর এগুলোই নকল করেছেন মোদী।

তিনি বলেন, ‘মোদী গ্রাম দত্তক নেয়ার কথা বলছেন। আমি ৯০ সালেই গ্রাম দত্তক নিয়েছি। প্রধানমন্ত্রী আমাকে নকল করছেন। উনি টয়লেট নির্মাণের কথা বলছেন। আমার এ সবই করা হয়ে গেছে। ‘

এছাড়া সাম্প্রতিক পরিচ্ছন্নতা অভিযান নিয়েও তীব্র বাক্যবাণে মোদীকে বিদ্ধ করেন মুলায়ম সিং যাদব। মোদীকে ময়লা পরিষ্কারের আগে দেশ থেকে দারিদ্র্য দূর করার পরামর্শ দেন।

তিনি মোদীর উদ্দেশ্যে বলেন, ‘আপনি নোংরা দূর করার কথা বলছেন, আগে দেশ থেকে দারিদ্র্য দূর করুন, নোংরা নিজ থেকেই দূর হয়ে যাবে’।

এছাড়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিদেশ সফর নিয়েও এদিন কটাক্ষ করেন মুলায়ম সিং। প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক দরকার কিন্তু একের পর এক বিদেশ সফর করে মোদী ক’টা দেশের সঙ্গে ভালো সম্পর্ক তৈরি করেছেন তার হিসাবও জানতে চেয়েছেন মোদী।

বাংলাদেশ সময়: ২০৫৯ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।