ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

আইএসের টুইটার পরিচালিত হয় বেঙ্গালুরু থেকে!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১১ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৪
আইএসের টুইটার পরিচালিত হয় বেঙ্গালুরু থেকে!

ঢাকা: ভারতের বেঙ্গালুরু থেকে ইরাক ও সিরিয়ায় সক্রিয় জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) টুইটার অ্যাকাউন্ট পরিচালিত হচ্ছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে যুক্তরাজ্যের চ্যানেল ফোর।

ভারতের প্রভাবশালী সংবাদ মাধ্যম এনডিটিভি শুক্রবার (১২ ডিসেম্বর) ব্রিটেনের ওই চ্যানেলটির বরাত দিয়ে এমন খবর প্রকাশ করেছ।



সম্প্রতি চ্যানেল ফোরের এক প্রতিবেদনের জানায়, বেঙ্গালুরুতে একটি কোম্পানির মার্কেটিং এক্সিকিউটিভ হিসেবে কর্মরত মেহেদী নামের এক যুবকের পরিচয় তারা পেয়েছেন। ওই যুবক শামি নামে টুইটারে টুইট করে থাকেন। প্রতিমাসে ২০ লাখের বেশি মানুষ সেই টুইট দেখে থাকেন।

চ্যানেলটির ধারণা, ১ লাখ ৭৭ হাজারেরও বেশি ফলোয়ারের ওই অ্যাকাউন্টটি আইএসের হতে পারে।

এ খবরে ভারতের গোয়েন্দা ও বেঙ্গালুরু পুলিশ নড়েচড়ে বসেছে। তারা ঘটনা তদন্তে নেমে পড়েছে।

খবরে আরো বলা হয়, সকাল, বিকেল কিংবা সন্ধ্যায় প্রতিদিনই আইএসের প্রপাগান্ডা হিসেবে প্রচুর টুইট করা হয় ওই অ্যাকাউন্ট থেকে।

বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।