ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

আন্তর্জাতিক

এজিয়ান সাগরে ফের নৌকাডুবি, ১১ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০১ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৫
এজিয়ান সাগরে ফের নৌকাডুবি, ১১ জনের মৃত্যু ছবি: সংগৃহীত

ঢাকা: এজিয়ান সাগরে ফের নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে।

এছাড়া এখনও নিখোঁজ রয়েছেন ১৩ জন।

বুধবার (০৯ ডিসেম্বর) পূর্ব এজিয়ান সাগরে এ নৌকাডুবির ঘটনা ঘটে বলে গ্রিস কর্তৃপক্ষের বরাত দিয়ে জানানো হয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর খবরে।

গ্রিক কোস্টগার্ড জানিয়েছে, এ পর্যন্ত ২৬ জনকে উদ্ধার করা হয়েছে। ডুবে যাওয়া ওই নৌকায় ৫০ জন শরণার্থী ছিলেন।

নিহতদের মধ্যে পাঁচজন শিশু, চারজন পুরুষ ও দু’জন নারী রয়েছেন। তবে তাদের জাতীয়তা সম্পর্কে এখন পর্যন্ত কিছু জানাতে পারেনি গ্রিস কর্তৃপক্ষ।

এর আগে মঙ্গলবার (০৮ ডিসেম্বর) এজিয়ান সাগরে অপর এক নৌকাডুবির ঘটনায় মৃত্যু হয় ছয় শিশুর। রাবারের ডিঙ্গি নৌকায় চেপে শরণার্থীরা গ্রিসের কিয়স দ্বীপে যাওয়ার চেষ্টা করছিলেন বলে জানানো হয় তুর্কি সংবাদমাধ্যমের খবরে।

বাংলাদেশ সময়: ১৪০১ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।