ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ব্যালাস্টিক মিসাইল ধ্বংসকারী মিসাইলের পরীক্ষা ইসরায়েলের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৫ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৫
ব্যালাস্টিক মিসাইল ধ্বংসকারী মিসাইলের পরীক্ষা ইসরায়েলের

ঢাকা: ব্যালাস্টিক মিসাইল ধ্বংসকারী মিসাইল ‘অ্যারো-থ্রি’র পরীক্ষা চালিয়েছে ইসরায়েল।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) তেল আবিবের দক্ষিণে এক বিমানঘাঁটি থেকে এ পরীক্ষা চালানো হয় বলে এক বিবৃতিতে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।



আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো বলছে, ইরান, সিরিয়া, লেবাননের হিজবুল্লাহ গেরিলা ও গাজার হামাস গোষ্ঠীর সঙ্গে মিসাইল যুদ্ধে জড়িয়ে যাওয়ার আশঙ্কা করছে ইসরায়েল। এই আশঙ্কা থেকেই এ প্রস্তুতি।

এর আগেও বেশ কয়েকবার এ ধরনের পরীক্ষা চালিয়েছে দেশটি।

বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।