দেশটিতে বামপন্থি সরকারের বিরুদ্ধে বিক্ষোভকারীদের নেতা ৩৫ বছর বসয়ী গুইদো প্রেসিডেন্ট হিসেবে নিজের নাম ঘোষণার কয়েক মিনিটের ব্যবধানে ট্রাম্প তার ‘স্বীকৃতি’ দেন। একইসঙ্গে অন্যদেরও স্বীকৃতির আহ্বান জানান।
এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা দিয়েছেন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। একইসঙ্গে দেশটিতে অবস্থানরত আমেরিকান কূটনীতিকদের আগামী ৭২ ঘণ্টার মধ্যে ভেনিজুয়েলা ছাড়ার নির্দেশ দিয়েছেন।
রাষ্ট্রপতির প্রাসাদে সমর্থকদের সামনে দেওয়া এক ভাষণে মাদুরে বলেন, জনগণ, বিশ্বের জাতি এবং সাংবিধানিক প্রেসিডেন্ট হিসেবে…সাম্রাজ্যবাদী মার্কিন সরকারের সঙ্গে সব ধরনের কূটনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছি।
আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, ভেনিজুয়েলার রাজধানী কারাকাসে বিক্ষোভের মধ্যে বিরোধী নেতা গুইদো নিজেকে দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা দেন।
এছাড়া বিক্ষোভে সরকারপক্ষ অন্তত চারজনকে ‘হত্যা’র দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা।
চলতি মাসেই ভেনিজুয়েলায় সাধারণ নির্বাচনে জয়লাভের মাধ্যমে দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রপ্রধান হিসেবে শপথ নেন মাদুরো। তবে বিরোধীরা নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে ফের নির্বাচনের দাবি জানিয়ে আসছে।
সম্প্রতি সময়ে লাতিন আমেরিকার দেশটির অর্থনৈতিক অবস্থা মন্দা হতে থাকে। তাতে বিক্ষুব্ধ হয়ে ওঠেন জনগণ। যা শেষ পর্যন্ত সরকারবিরোধী বিক্ষোভে রূপ নিয়েছে।
বাংলাদেশ সময়: ০৩৪৬ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৯
জেডএস