ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

করোনায় ভারতে একদিনে সর্বোচ্চ ৬৬৫৪ আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৬ ঘণ্টা, মে ২৩, ২০২০
করোনায় ভারতে একদিনে সর্বোচ্চ ৬৬৫৪ আক্রান্ত

ভারতে একদিনের ব্যবধানে শেষ ২৪ ঘণ্টায় সর্বোচ্চ করোনা রোগী শনাক্ত হয়েছে। শেষ ২৪ ঘণ্টায় দেশটিতে আগের রেকর্ড ভেঙে ৬ হাজার ৬৫৪ জনের করোনা শনাক্ত করা হয়েছে।

শনিবার (২৩ মে) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬ হাজার ৬৫৪ জনের করোনা শনাক্ত হয়েছে। যা একদিনে সর্বোচ্চ।

আর গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১৩৭ জন। করোনা ভাইরাস শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত মারা গেছেন ৩ হাজার ৭২০ জন। আর সুস্থ হয়েছেন ৫১ হাজার ৭৮৪ জন।

গত চারদিনে দেশটিতে ২৫ হাজার করোনা রোগী শনাক্ত করা হয়েছে। লকডাউনের চতুর্থ পর্ব শুরু হওয়ার পর দেশটির বেশকিছু জায়গায় চলাচলে শিথিলতা আনায় করোনা আক্রান্ত বাড়ছে বলে শঙ্কা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১০৩০ ঘণ্টা, মে ২৩, ২০২০
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।