ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

লকডাউন তুলে নিচ্ছে সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৬ ঘণ্টা, মে ২৬, ২০২০
লকডাউন তুলে নিচ্ছে সৌদি আরব সৌদি আরব

সৌদি আরবে ২১ জুনের মধ্যে লকডাউন উঠে যাচ্ছে। তবে সংক্ষিপ্ত নিষেধাজ্ঞা থাকবে পবিত্র শহর মক্কায়। শহরটিতে বিকেল ৩টা থেকে সকাল ৬টা পর্যন্ত কারফিউ জারি থাকবে।

খবরটি নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এবং আরব নিউজ।  

শহর ও সময় অনুসারে কারফিউ ভিন্নতর হলেও সাম্প্রতিক সময়ে ঈদ উৎসবেও দিনে ২৪ ঘণ্টার লকডাউন ছিল সৌদিতে।

 

এর আগে দেশটির অধিকাংশ স্থানে রমযানের সময় বিকেল ৫টা থেকে সকাল ৯টা পর্যন্ত লকডাউন ছিল।  

ভ্রমণে নিষেধাজ্ঞা, মসজিদে নামাজ আদায় এবং সরকারি ও বেসরকারি উভয় সেক্টরের কর্মক্ষেত্রে ৩১ মে’র মধ্যে লকডাউন ওঠে যাচ্ছে দেশটিতে।  

বাংলাদেশ সময়: ১০১৫ ঘণ্টা, মে ২৬, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।