ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ভারতে নিষিদ্ধ হলেন তাবলীগের আড়াই হাজার সদস্য

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৬ ঘণ্টা, জুন ৪, ২০২০
ভারতে নিষিদ্ধ হলেন তাবলীগের আড়াই হাজার সদস্য

করোনা ভাইরাস লকডাউনের সময় ভিসা নীতিমালা লঙ্ঘন করে ভারতে অবস্থান করায় বাংলাদেশিসহ তাবলীগের আড়াই হাজার সদস্যকে কালো তালিকাভুক্ত করেছে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয়। 

এই তালিকায় বাংলাদেশের ১১০ জন আচেন বলে জানা গেছে।  

আগামী ১০ বছর তারা ভারতে প্রবেশ করতে পারবেন না।

 

বৃহস্পতিবার ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, বিভিন্ন রাজ্যের মসজিদ ও মাদ্রাসায় অবৈধভাবে বসবাসরত বিদেশিদের বিষয়ে খোঁজ পাওয়ার পর এ পদক্ষেপ নেওয়া হয়েছে।  

সরকারি নির্দেশ উপেক্ষা করে দিল্লির নিজামুদ্দিন মরকাজে মাওলানা সাদের নেতৃত্বে তবলিগ জামাতের সমাবেশ অনুষ্ঠিত হয়। ওই সমাবেশ থেকে শতাধিক তাবলীগ সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হন।  

লকডাউন ভাঙার অভিযোগে মাওলানা সাদ, তার ছেলেসহ অনেকেই স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের নজরে রয়েছে।  

কালো তালিকায় বাংলাদেশসহ প্রায় ৪০টি দেশের নাগরিকরা রয়েছেন।  

সূত্র: দ্য হিন্দু

বাংলাদেশ সময়: ২১৩৪ ঘণ্টা, জুন ০৪, ২০২০
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।