ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নেত্রকোনায় ভারতীয় রুপিসহ একজন গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১০ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২২
নেত্রকোনায় ভারতীয় রুপিসহ একজন গ্রেফতার

নেত্রকোনা: নেত্রকোনার পূর্বধলা উপজেলার জালশুকা মোড় থেকে ৪৯ লাখ ৪০ হাজার ভারতীয় রুপিসহ আবুল হাসেম (৪৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পূর্বধলা থানা পুলিশ।

সোমবার (২৬ ডিসেম্বর) বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতার হাসেম মিয়া জেলার কলমাকান্দা থানার কান্দাপাড়া গ্রামের মৃত শামছুল মুন্সির ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে জেলার পূর্বধলা উপজেলার জালশুকা মোড় থেকে রোববার (২৫ ডিসেম্বর) রাতে অভিযান পরিচালনা করে আবুল হাসেমকে আটক করা হয়। এ সময় তার সঙ্গে থাকা একটি ব্যাগ তল্লাশি করে ৪৯ লাখ ৪০ হাজার ভারতীয় রুপি পাওয়া যায়।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, আবুল হাসেম দীর্ঘদিন ধরে অবৈধভাবে ভারতীয় রুপির ব্যবসা করে আসছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আটকের পর তার কাছ থেকে ৪৯ লাখ ৪০ হাজার ভারতীয় রুপি পাওয়া গেছে। এরপর তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১০০৭ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।