ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

ঘন কুয়াশায় ঢাকা সড়ক-মহাসড়ক, গাড়ি চলাচলে ধীরগতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৪ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২৩
ঘন কুয়াশায় ঢাকা সড়ক-মহাসড়ক, গাড়ি চলাচলে ধীরগতি কুয়াশাচ্ছন্ন চারিদিক।

মাদারীপুর: বেশ কয়েকদিন পর সোমবার (৩০ জানুয়ারি) ভোর থেকে ঘন কুয়াশায় ঢাকা পড়েছে চারপাশ।

মাদারীপুর জেলার পদ্মা ও আড়িয়াল খাঁ নদীর অববাহিকাসহ জেলার সড়ক-মহাসড়ক ঘন কুয়াশায় ঢাকা পড়েছে।

হিমেল হাওয়ার সঙ্গে কনকনে শীত অনুভূত হচ্ছে। জীবিকার তাগিদে বের হওয়া শ্রমজীবীরা বিপাকে পড়েছেন।

অন্যদিকে ঘন কুয়াশার কারণে মহাসড়কগুলোতে যান চলাচল বিঘ্নিত হচ্ছে। তাই মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে দূরপাল্লার যানবাহন ধীরগতিতে যানবাহন চলাচল করছে।

বৃষ্টির ফোঁটার মতো টপটপ করে শিশির ঝরছে মাঝরাত থেকেই। এদিকে কুয়াশার তীব্রতায় সামান্য দূরত্বেও কিছু দেখা যাচ্ছে না।  

আজ সকালে খোঁজ নিয়ে জানা গেছে, ভোর থেকে প্রচুর কুয়াশার কারণে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে যানবাহন চলাচল সীমিত রয়েছে। দূরপাল্লার যানবাহন তেমন দেখা যায়নি মহাসড়কে। এছাড়া আঞ্চলিক সড়কগুলোতে ছোট যানবাহনকে হেডলাইট জ্বালিয়ে চলতে দেখা গেছে।  

ইজিবাইকচালক মো. কাওসার জানান, ‘কুয়াশার কারণে রাস্তায় সামান্য দূরত্বেও কিছু দেখা যায়নি। হেডলাইট জ্বালিয়েও কাজ হচ্ছে না। ধীরে ধীরে গাড়ি চালিয়ে যেতে হয়েছে। ’

শিবচর হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, কুয়াশার কারণে এক্সপ্রেসওয়ে ঢাকা পড়ে আছে। সকাল থেকে তেমন যানবাহন চলতে দেখা যায়নি। এক্সপ্রেসওয়েতে সামান্য দূরত্বেও কিছু দেখা যাচ্ছে না।

হাইওয়ে থানার উপ-পরিদর্শক আব্দুল্লাহেল বাকী জানান, আমাদের টিম মহাসড়কে দায়িত্ব পালন করছে। কুয়াশার কারণে তেমন যানবাহন সড়কে নেই। ধীরগতিতে চলাচল করছে।

বাংলাদেশ সময়: ০৭৫০ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২৩
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।