ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

সৌদিতে চাকরির প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নিতেন তারা: র‌্যাব

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২৩
সৌদিতে চাকরির প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নিতেন তারা: র‌্যাব

ঢাকা: রাজধানীর পল্টন এলাকায় অভিযান চালিয়ে সৌদি আরবে মানব পাচারকারী চক্রের হোতা আব্দুল মালেক (৪৯) ও তার সহযোগী ফখরুল ইসলাম ফারুককে (৪৬) গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৩)।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

র‌্যাব-৩ এর অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ জানান, গ্রেফতাররা সংঘবদ্ধ মানব পাচার চক্রের সক্রিয় সদস্য। জনশক্তি রপ্তানির কোনো বৈধ লাইসেন্স নেই তাদের। অথচ তারা সৌদি আরবে উচ্চ বেতনে চাকরির প্রলোভনে ভিকটিমদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। কখনও ভিকটিমদের সৌদি আরবে পাঠিয়ে জিম্মি করে মুক্তিপণের জন্য অর্থ দাবি করতেন তারা।  

গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান র‌্যাব-৩ অধিনায়ক।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২৩
পিএম/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।