ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

গৌরীপুরে ২১ কেজি গাঁজাসহ মাদক বিক্রেতা গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৩ ঘণ্টা, মার্চ ২৮, ২০২৩
গৌরীপুরে ২১ কেজি গাঁজাসহ মাদক বিক্রেতা গ্রেফতার

ময়মনসিংহ: ময়মনসিংহের গৌরীপুরে ২১ কেজি গাঁজাসহ মো. এরশাদ মিয়া (৩২) নামে এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ।  

মঙ্গলবার (২৮ মার্চ) দুপুরে উপজেলার ১০ নম্বর সিধলা ইউনিয়নের হাসপানপুর গ্রামের উত্তরপাড়া থেকে এই মাদক বিক্রেতা গ্রেফতার করা হয়।

এরশাদ মিয়া স্থানীয় হাসানপুর গ্রামের মৃত সুরুজ আলীর ছেলে। তার বিরুদ্ধে র্দীঘদিন ধরে মাদক কারবারের অভিযোগ রয়েছে। নেত্রকোনা থানায় একটি মাদক মামলার আসামি সে।  

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান বাংলানিউজকে এই অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতারকৃত এরশাদ মিয়ার বসত ঘরের পেছন থেকে সাতটি সাদা প্লাস্টিকের বস্তার ভিতরে মোড়ানো অবস্থায় ২১ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে আগামীকাল এ আসামিকে আদালতে পাঠানো হবে।  
 
অভিযানে আরও উপস্থিত ছিলেন- থানার উপ-পরিদর্শক (এস.আই) শাহ জালাল, সহকারি উপ-পরিদর্শক (এএসআই) দেলোয়ার হোসেন, শাহীনুল বারী, কনস্টেবল মোজাম্মেলহ হক ও ছামিউল হক।

বাংলাদেশ সময়:১৭৪২ ঘণ্টা, মার্চ ২৮, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।