ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

সীমান্তে পড়েছিল ১৬ স্বর্ণের বার!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৯ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২৩
সীমান্তে পড়েছিল ১৬ স্বর্ণের বার!

বান্দরবান: বান্দরবানের সীমান্ত এলাকায় পড়েছিল ১৬টি স্বর্ণের বার! যার প্রতিটি ২২৮.০৮ ভরি ওজনের। সে হিসেবে উদ্ধার হওয়া এসব স্বর্ণের বর্তমান বাজারমূল্য আনুমানিক ২ কোটি ১০ লাখ ৭৪ হাজার ৫৯২ টাকা।

জানা গেছে,  জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু সীমান্তে অভিযান চালিয়ে স্বর্ণ চোরা কারবারিদের এ বড় চালান জব্দ করেছেন বিজিবের কক্সবাজার ব্যাটালিয়ন।  

সোমবার (২৪ এপ্রিল) এক প্রেস বার্তায় এসব তথ্য জানিয়েছে বিজিবি।

সেখানে বলা হয়, ২৪ এপ্রিল সকালে বিজিবি'র কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধীনস্থ তুমব্রু বিওপি'র সদস্যরা গোপন সংবাদ পান, কয়েকজন চোরা কারবারি স্বর্ণের একটি বড় চালান বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু সীমান্ত দিয়ে মিয়ানমার হতে বাংলাদেশে এনে বিক্রয় করবে।  

এ তথ্যের ভিত্তিতে তুমব্রু বিওপির একটি বিশেষ টহলদল তুমব্রু পশ্চিমকুল এলাকার মো. ইউনুসের ঘের সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় ২২৮.০৮ ভরি ওজনের ১৬টি স্বর্ণের বার জব্দ করতে সক্ষম হয়।  

এব্যাপারে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী।  

বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২৩
এসএএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।