ঢাকা: জেলার রূপগঞ্জের এশিয়ান হাইওয়ের পাশ থেকে অজ্ঞাত এক ব্যক্তির চোখ উপড়ানো মরদেহ উদ্ধারের বহুল আলোচিত ঘটনার রহস্য উদ্ঘাটন করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ ঘটনার মূল হোতসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ জানুয়ারি) রাজধানীর উত্তরা, গাজীপুরের টংগী, লক্ষ্মীপুরের রায়পুর এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। তবে প্রাথমিকভাবে গ্রেপ্তারদের বিস্তারিত নাম-পরিচয় জানা যায়নি।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক আ ন ম ইমরান খান জানান, রূপগঞ্জের এশিয়ান হাইওয়ের পাশ থেকে অজ্ঞাত এক ব্যক্তির চোখ উপড়ানো মরদেহ মেলে। পরে মরদেহের পরিচয় শনাক্তপূর্বক নৃশংস ও ক্লুলেস হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও মূল পরিকল্পনাকারীসহ সরাসরি জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া, হত্যাকাণ্ডে ব্যবহৃত আলামত জব্দ করা হয়েছে।
শুক্রবার (১২ জানুয়ারি) বেলা ১১টায় রাজধানীর কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ০৯৫৫ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২৩
পিএম/এমএমআই/এফআর