ঢাকা, বৃহস্পতিবার, ২০ চৈত্র ১৪৩১, ০৩ এপ্রিল ২০২৫, ০৪ শাওয়াল ১৪৪৬

জাতীয়

বনশ্রীতে নারী সাংবাদিককে হেনস্তা, প্রতিবাদ করায় ভাইকে মারধর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১১ ঘণ্টা, এপ্রিল ৩, ২০২৫
বনশ্রীতে নারী সাংবাদিককে হেনস্তা, প্রতিবাদ করায় ভাইকে মারধর

ঢাকা: রাজধানীর বনশ্রীতে রাফিয়া তামান্না নামে এক নারী সাংবাদিক হেনস্তার শিকার হয়েছেন। এ ঘটনার প্রতিবাদ করায় তার ভাই রিশাদকে মারধর ও তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করারও অভিযোগ করেছেন ইংরেজি দৈনিক নিউ এইজের এ সাংবাদিক।

বুধবার (২ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বনশ্রীর ই-ব্লকের তিন নম্বর সড়কের একটি জুসের দোকানের সামনে হেনস্তা ও মারধরের ঘটনা ঘটে। এই ঘটনায় থানায় মামলা করছেন বলে জানিয়েছেন ভুক্তভোগী ওই নারী সাংবাদিক।

রাত সোয়া ১২টায় রাফিয়া তামান্নার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বনশ্রী ই-ব্লকের তিন নম্বর রোডের মুখে একটি জুসের দোকানের সামনে স্থানীয় কয়েকজন যুবক আমাকে উত্ত্যক্ত করতে শুরু করে। এ সময় আমার সঙ্গে থাকা আমার ভাই এর প্রতিবাদ করলে তাকেও মারধর করা হয়। আমি বাধা দিতে গেলে আমাকেও শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। আমার সঙ্গে থাকা আমার বন্ধুকেও লাথি দেয় তারা।

তিনি আরও বলেন, আমরা নিজেদের বাসার সামনেই নিরাপদ নই। ছেলেগুলো এমনভাবে আচরণ করছিল যেন তারা যা করছে, সেটাই তাদের অধিকার। আমার ভাই যখন প্রতিবাদ করল, তখন তারা আরও আক্রমণাত্মক হয়ে ওঠে। এ ঘটনায় রামপুরা থানায় মামলা করছেন বলে জানান রাফিয়া তামান্না।

এ বিষয়ে জানতে চাইলে রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান আকন্দ বলেন, বনশ্রীর ই-ব্লকের একটি জুসের দোকানে ঘটনাটি ঘটে। প্রাথমিকভাবে জানা গেছে, কয়েকজন যুবক নারী সাংবাদিকের দিকে তাকিয়ে ছিল। এ নিয়ে তার ভাইয়ের সঙ্গে ওই যুবকদের কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী লিখিত অভিযোগ দিচ্ছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ০১১০ ঘণ্টা, এপ্রিল ৩, ২০২৫
এসসি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।