ঢাকা, বৃহস্পতিবার, ২০ চৈত্র ১৪৩১, ০৩ এপ্রিল ২০২৫, ০৪ শাওয়াল ১৪৪৬

জাতীয়

চট্টগ্রামে দুর্ঘটনায় বাবা-মাসহ চারজন নিহত, মেয়ে আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৭ ঘণ্টা, এপ্রিল ২, ২০২৫
চট্টগ্রামে দুর্ঘটনায় বাবা-মাসহ চারজন নিহত, মেয়ে আহত দিলীপ কুমার বিশ্বাস ও তার স্ত্রী সাধনা রানী বিশ্বাস

ঝিনাইদহ: চট্টগ্রামের লোহাগড়ায় বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১০ জনের মধ্যে চারজনের পরিচয় মিলেছে।  

নিহতরা হলেন- ঝিনাইদহের শৈলকূপা উপজেলার কাচেঁরকোল ইউনিয়নের উত্তর বোয়ালিয়া গ্রামের দুলাল কর্মকারের ছেলে দিলীপ কুমার বিশ্বাস (৩২), তার স্ত্রী সাধনা রানী বিশ্বাস (২৭)।

তবে তাদের একমাত্র সন্তান আরাধ্য বিশ্বাস (৫) বর্তমানে আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ দুর্ঘটনায় একই সঙ্গে দিলীপের স্ত্রী সাধনার বড়ভাই আশীষ মণ্ডল (৩৩) ও তার ভাতিজা দূর্জয় মণ্ডলও (১৬) নিহত হয়েছেন। তাদের বাড়ি পার্শ্ববর্তী কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পান্টি গ্রামে।

স্থানীয়দের একটি সূত্র জানায়, দিলীপ গার্মেন্টসে চাকরি করার কারণে পরিবার নিয়ে ঢাকায় বসবাস করেন। ঈদের ছুটি কাটাতে স্ত্রী ও মেয়েকে নিয়ে কক্সবাজার সমুদ্র সৈকতে গিয়েছিলেন। বুধবার সকালে কক্সবাজার থেকে ফেরার পথে তাদের মাইক্রোবাসটি চট্টগ্রামের লোহাগড়ায় দুর্ঘটনার কবলে পড়ে। এতে স্বামী-স্ত্রী দুজনেই একসঙ্গে প্রাণ হারান। এছাড়া ওই দুর্ঘটনায় দিলীপের স্ত্রী সাধনার বড় ভাই আশীষ মণ্ডল ও তার ভাতিজা দুর্জয় মণ্ডল নিহত হয়েছেন।

ঝিনাইদহের শৈলকূপা উপজেলার বোয়ালিয়া গ্রামে দুর্ঘটনায় মৃত্যুর খবর পৌঁছানোর পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে গ্রামের বাতাস।

ঝিনাইদহের শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান এ তথ্য নিশ্চিত করে জানান, খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, এপ্রিল ০২, ২০২৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।