ঢাকা, শনিবার, ১৬ ফাল্গুন ১৪৩১, ০১ মার্চ ২০২৫, ০০ রমজান ১৪৪৬

জাতীয়

সাশ্রয়ী মূল্যে চায়না কমিউনিকেশনসকে ভয়েস ও ইন্টারনেট সেবা দেবে টেলিটক

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২৪
সাশ্রয়ী মূল্যে চায়না কমিউনিকেশনসকে ভয়েস ও ইন্টারনেট সেবা দেবে টেলিটক

ঢাকা: টেলিটকের কর্পোরেট সেবা ব্যবহারের লক্ষ্যে চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল নির্মাণকারী প্রতিষ্ঠান চায়না কমিউনিকেশনস কনস্ট্রাকশন কোম্পানি লি. (বাংলাদেশ) ও টেলিটকের মধ্যে মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।  

চুক্তির পরিপ্রেক্ষিতে টেলিটক সাশ্রয়ী মূল্যে চায়না কমিউনিকেশনসকে ভয়েস ও ইন্টারনেট সেবাসহ বিভিন্ন কর্পোরেট ডিজিটাল সেবা প্রদান করবে বলে এক বিজ্ঞপ্তিতে জানায় প্রতিষ্ঠানটি।

 

চায়না কমিউনিকেশনসের ডেপুটি জেনারেল ম্যানেজার হু জুনকোয়ান এবং টেলিটকের এডিশনাল জেনারেল ম্যানেজার (সেলস্‌ এন্ড মার্কেটিং) মোঃ সাইফুর রহমান খান চুক্তিতে সই করেন।

এছাড়াও, অনুষ্ঠানে চায়না কমিউনিকেশনসের কিউ এস ম্যানজার (অ্যাডমিনিস্ট্রেশন) অপূর্ব কুমার সাহা এবং টেলিটকের উপ-ব্যবস্থাপক (সেলস্‌ এন্ড মার্কেটিং) শহীদুল ইসলাম এবং সহকারী ব্যবস্থাপক (সেলস্‌ এন্ড মার্কেটিং) কাজী মোহাম্মদ এহসানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উক্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


বাংলাদেশ সময়: ১৩০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০২৪
এমআইএইচ/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।