ঢাকা, শনিবার, ১৬ ফাল্গুন ১৪৩১, ০১ মার্চ ২০২৫, ০০ রমজান ১৪৪৬

জাতীয়

কম দামে গ্যাস পাওয়ায় স্পট মার্কেট থেকে কেনা হচ্ছে: প্রতিমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২৪
কম দামে গ্যাস পাওয়ায় স্পট মার্কেট থেকে কেনা হচ্ছে: প্রতিমন্ত্রী

ঢাকা: কম দামে গ্যাস পাওয়া যাচ্ছে তাই স্পট মার্কেট থেকে কেনা হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

বুধবার (৭ ফেব্রুয়ারি) সচিবালয়ে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

প্রসঙ্গে, বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইন ২০১০ (সংশোধনী ২০২১) এর আওতায় মাস্টার সেল অ্যান্ড পার্সেস অ্যাগ্রিমেন্ট (এমএসপিএ) সই করা প্রতিষ্ঠানগুলো থেকে গত কয়েক মাস ধরে ধারাবাহিকভাবে স্পট মার্কেট থেকে লিকুইডিফাইড ন্যাচারাল গ্যাস (এলএনজি) কিনছে সরকার।

স্পট মার্কেট থেকে গ্যাস কেনার কারণ জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, দীর্ঘ মেয়াদি গ্যাস কিনি আমরা প্রায় ৬০ শতাংশ। আর ৪০ শতাংশ আমরা কিনি স্পট থেকে। দীর্ঘ মেয়াদি গ্যাসের দাম এখন ১২ ডলারের মতো। দীর্ঘ মেয়াদি দাম সব সময় একই থাকে। স্পটের সুবিধা হলো দাম কখনো বাড়ে, কখনো কমে। এখন আমরা কমে কিনলাম, ৯ দশমিক সামথিং।  

তিনি বলেন, আমরা স্পট মার্কেট থেকে গ্যাস কিনছি। আমরা মনে করছি গরমের সিজন আসতেছে আমাদের প্রচুর গ্যাস দরকার। গ্যাস বেজ পাওয়ার প্লান্টগুলো আমাদের চালু রাখতে হবে। আমরা চেষ্টা করতেছি গ্যাস নিয়ে আসার জন্য। আর নিজস্ব গ্যাস তো আমরা আহরণ করছিই।  

আর একটা বিষয় শ্রীকাইল গ্যাসক্ষেত্রের জন্য আমাদের একটা কম্প্রেসার কেনার কথা ছিল। প্রায় এক বছর ধরে আমরা টেন্ডার করেছিলাম। সর্বনিম্ন টেন্ডার প্রাপ্তি কম্প্রেসারটা থাকলে শ্রীকাইলের গ্যাস ফিল্ড গ্যাসের যে প্রেসার কমে গিয়েছিল, সেই প্রেসার আমরা দিতে পারবো।

তিনি বলেন, আজকে আমাদের চারটা বিষয় ছিলো। এগুলো হলে পরে আমরা নিরবিচ্ছিন্ন গ্যাসের ক্ষেত্রে কিছুটা আমরা সাশ্রই হবো। এগুলোর ক্ষেত্রে যে অর্থ লাগবে সেদিন বিষয়ে আমরা নিশ্চিত হয়েছি। আমাদের নিজেদের সোর্স, গ্যাস ডেভেলপমেন্ট ফান্ড এবং বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন এন্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স) নিজস্ব অর্থায়ন।

এদিকে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় সিঙ্গাপুরের দুই প্রতিষ্ঠান থেকে তিন কার্গো এলএনজি আমদানির অনুমোদন দেয়া হয়েছে। এতে মোট ব্যয় হবে ১ হাজার ২৭৪ কোটি ১১ লাখ ৭৬ হাজার ৫২০ টাকা।

সভায় বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইন ২০১০ (সংশোধনী ২০২১) এর আওতায় বাপেক্স কর্তৃক বাস্তবায়নাধীন 'শ্রীকাইল গ্যাসক্ষেত্রের জন্য ওয়েলহেড কম্প্রেসর সংগ্রহ ও স্থাপন (১ম সংশোধিত)' শীর্ষক প্রকল্পে ওয়েলহেড কম্প্রেসর স্থাপনের লক্ষ্যে টার্ন-কি ভিত্তিতে ইপিসি ঠিকাদার নিয়োগের ক্রয় প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। এতে ব্যয় ধরা হয়েছে ১৭৮ কোটি ২৫ লাখ ২০ হাজার ৬০৬ টাকা।


বাংলাদেশ সময় : ১৬২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭,২০২৪

জিসিজি/এমএম 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।