ঢাকা: ঈদুল ফিতরের ছুটিতে নৌপথে চাপ থাকলেও ঘরমুখে মানুষের ভোগান্তি হচ্ছে না বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
মঙ্গলবার (৯ এপ্রিল) সচিবালয়ের নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ঈদযাত্রার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানাব। কারণ ১৯৯৬ সালে তিনিই বহুমুখী সংযোগের কথা প্রথম বলেছিলেন। বাংলাদেশের তিনি এই বহুমুখী যোগাযোগ ব্যবস্থা চালু করেছেন। আকাশপথ, রেলপথ ও সড়কপথেই দেখেন অভূতপূর্ব উন্নয়ন হয়েছে।
তিনি বলেন, সবচেয়ে বড়ো কথা, বাংলাদেশে মূল ভূখণ্ড থেকে দূরে ছিল দক্ষিণাঞ্চল। কিন্তু মূল ভূখণ্ডের সঙ্গে দক্ষিণাঞ্চলকে যুক্ত করেছে পদ্মাসেতু। একটি পদ্মাসেতু যোগাযোগ ব্যবস্থায় কী ধরনের শৃঙ্খলা আনতে পারে, সেটা আমরা দেখতে পাচ্ছি।
নৌপথে ভোগান্তি আছে কিনা- জানতে চাইলে তিনি বলেন, এটাকে ভোগান্তি বলা যাবে না, চাপ বলা যেতে পারে। মধু চৌধুরী ঘাঁটে আজকের চিত্রের কথা যদি বলি, সেখানে অতিরিক্ত চাপ ছিল, ভোগান্তি ছিল না। যাদের ভোগান্তির কথা বলছেন, তাদের জিজ্ঞাসা করলে বলবেন, এটিই ঈদের আনন্দ।
প্রতিমন্ত্রী জানান, আমি বলি, আমাদের সক্ষমতা অনুযায়ী যথাসাধ্য সেবা দেওয়ার চেষ্টা করছি। এরমধ্যে কিছু ত্রুটিবিচ্যুতি থাকতেই পারে।
বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, এপ্রিল ৯, ২০২৪
এমআইএইচ/এমএম