ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

নড়াইলে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৮ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২৪
নড়াইলে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

নড়াইল: যশোরে দুই বাসে মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। বুধবার (১০ এপ্রিল) সকাল ১০টা ৫০ মিনিটের দিকে নড়াইল-ঢাকা মহাসড়কের দূর্বাঝুড়ি এলাকার তেলের পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা লিটন ট্রাভেলস(ঢাকা মেট্রো-ব-১২-১৫২৫) ও যশোর থেকে লোহাগাড়াগামী (টাঙ্গাইল-জ-১১-0১১১) লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষে লোকাল বাসের সামনের অংশ একেবারে দুমড়ে মুচড়ে যায়। এসময় বিকট শব্দে পুরো এলাকা কেপে ওঠে। দুর্ঘটনায় লোকাল বাসের যাত্রীরা বেশি আহত হয়েছে।  

লোকাল বাসটির চালক নিহত জাফর হোসেনের (৪০) বাড়ি যশোর জেলার বাঘারপাড়া থানায়। তিনি দত্ত রাস্তা এলাকায় মহিউদ্দিনের ছেলে। এই ঘটনায় উভয় বাসের আরও অন্তত ১২ জন আহত হয়েছেন।

মারাত্মক ভাবে আহতদের ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে যায়। এর মধ্যে হাসপাতালে মৃত্যু হয় লোকাল বাসের চালকের। আহতদেরকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া আশঙ্কাজনক অবস্থায় ৩ জনকে ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের তার পরিচয় জানা যায়নি।

নড়াইল ট্রাফিকের সার্জেন্ট রজব আলী বাংলানিউজকে জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে এই এলাকায় রাস্থা সরু থাকায় সাইড দিতে গিয়ে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। বাস দুটি সরিয়ে নেয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়েছে।

 

বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা,এপ্রিল ১০, ২০২৪

এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।