মাগুরা: মাগুরায় শেখ রাসেল পৌর শিশু পার্ক এখন বিনোদনপ্রেমীদেও কাছে অন্যতম বিনোদন কেন্দ্র। ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে পরিবার পরিজন নিয়ে বেড়াতে এসেছেন অনেকেই।
বৃহস্প্রতিবার (১১ এপ্রিল) দুপুর থেকেই এখানে ভিড় বাড়তে থাকে বিনোদন প্রেমীদের। শিশুদের জন্য পার্ক নির্মাণ হলেও নানা বয়সী মানুষের চিত্ত বিনোদনের জন্য এটি অন্যতম জায়গা হয়ে উঠেছে। বয়সভিত্তিক আলাদা কিংবা বড় কোনো বিনোদন কেন্দ্র না থাকলে চিত্ত বিনোদনের জন্য এ শিশু পার্কেই আসছেন ঈদের আনন্দ ভাগাভাগি করতে নিতে।
ঈদের আনন্দে পৌর শিশু পার্কে শিশুদের জন্য বেশ কিছু রাইড রেখেছে কর্তৃপক্ষ। তাই ছোট সোনামনিদের অনেকে ট্রেন, নাগরদোলা চড়ে ঈদের আনন্দ উপভোগ করতে দেখা গেছে। পাশাপাশি প্রিয় মানুষের সঙ্গে বেড়াতে এসে মুঠোফোনে ছবিতুলে ফ্রেমবন্দি করেছে অনেকেই।
পৌর শিশু পার্কের পরিচালক আহসান মঞ্জুর বলেন, পৌর শিশু পার্কেটি চার পাশ থেকে নদী দিয়ে ঘেরা। বিনোদন প্রেমীরা এখানে কুমার নদীর নির্মল বাতাস উপভোগ করছেন। সঙ্গে ছোট সোনামনিদেও নদীর সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া খুব ভালো সুযোগ আছে এখানে। এখানে বিনোদন প্রেমীদের থাকার জন্য সুন্দর আধুনিক মানের কটেজ নির্মাণ করা হবে। এতে করে ভবিষ্যতে এখানকার বিনোদনের জন্য আরো স্পট বৃদ্ধি পাবে। পাশাপাশি বিনোদনের মাধ্যমে যোগ হবে ভিন্নমাত্রা।
বাংলাদেশ সময়: ০৮০৭ ঘণ্টা,এপ্রিল ১২, ২০২৪
এমএম