জামালপুর: ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ পিএলসি কমপ্লেক্সসহ দেশব্যাপী গণমাধ্যম প্রতিষ্ঠান ও গণমাধ্যমকর্মীদের ওপর হামলার প্রতিবাদে জামালপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২১ আগস্ট) দুপুরে জেলা শহরের রাণীগঞ্জ বাজারে জামালপুর জেলা প্রেসক্লাব প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।
জামালপুর জেলা প্রেসক্লাব আয়োজিত ঘণ্টাব্যাপী মানববন্ধনে প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট ইউসুফ আলীর সভাপতিত্বে জামালপুর জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাংলাদেশ প্রতিদিন ও ডিবিসি নিউজের শুভ্র মেহেদী, নিউজটোয়েন্টিফোরের তানভীর আজাদ মামুনসহ অন্যরা বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা বলেন, গত ১৯ আগস্ট দিনে-দুপুরে শতাধিক মানুষ মিছিল নিয়ে বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত দেশের শীর্ষস্থানীয় মিডিয়া হাউস ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ পিএলসি কমপ্লেক্সে হামলা ও ভাঙচুর চালায়। এ সময় অফিসের টেবিল, কম্পিউটার, এসি ভাঙচুরের পাশাপাশি মিডিয়া প্রাঙ্গণে রাখা ১৫-২০টি গাড়িতে ব্যাপক ভাঙচুর চালানো হয়। মিডিয়া হাউসসহ দেশব্যাপী সাংবাদিকদের ওপর হামালার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।
বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, আগস্ট ২১, ২০২৪
এসআরএস