হবিগঞ্জ: হবিগঞ্জের মাধবপুরে ভারত থেকে অবৈধভাবে আনা কাভার্ডভ্যান ভর্তি প্রসাধনী ও কাপড়সহ নয় ধরনের বৃহৎ চোরাচালান আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (১৬ নভেম্বর) দুপুরে বিজিবি-৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল ইমদাদুল বারী খান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য দেন।
বিজিবির বিবেচনায় ভারত থেকে অবৈধভাবে আনা এ পণ্যের চালানের বাজার মূল্য প্রায় ৩ কোটি টাকা।
অধিনায়ক ইমদাদুল বারী খান জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৫৫ বিজিবির বিশেষ টহল দল শুক্রবার (১৬ নভেম্বর) রাত ১২টায় জেলার মাধবপুর উপজেলার সাহেববাড়ী বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালায়। তখন মহাসড়কে সিলেট থেকে ঢাকাগামী একটি মিনি কাভার্ডভ্যান রেখে চালক পালিয়ে যান। পরে এতে থাকা নয় ধরনের ৩৪ হাজার ৭৯৪টি পণ্যের চোরাচালান জব্দ করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, উদ্ধার করা চোরাচালানের আনুমানিক বাজার মূল্য প্রায় ৩ কোটি টাকা। মামলা দায়ের করে এগুলো কাস্টমসে দেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২৪
এসআরএস