ঢাকা, শুক্রবার, ১১ আশ্বিন ১৪৩২, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:০৯, সেপ্টেম্বর ২৬, ২০২৫
হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল

ঐতিহ্যবাহী ইসলামপুর গাছতলা দরবার শরিফের উত্তরাধিকারী ও দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের প্রতিষ্ঠাকালীন পরিচালক হাফেজ খাজা এনায়েতুল্লাহ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত বুধবার রাত ১১টা ৪৫ মিনিটে তিনি ইন্তেকাল করেন।

তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান।

আজ শুক্রবার রাত ৯টায় রাজধানীর শ্যামলী শাহি জামে মসজিদে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। আগামীকাল শনিবার বেলা ১১টায় বসুন্ধরা গ্র্যান্ড জামে মসজিদে দ্বিতীয় জানাজা এবং বাদ আসর চাঁদপুরের ইসলামপুর গাছতলা দরবার শরিফে তৃতীয় জানাজা শেষে তাঁকে দাফন করা হবে। মরহুমের রুহের মাগফিরাতের জন্য দোয়া ও জানাজায় অংশগ্রহণের জন্য পরিবারের পক্ষ থেকে সব শুভাকাক্সক্ষী, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের বিনীত অনুরোধ জানানো হয়েছে।

হাফেজ খাজা এনায়েতুল্লাহ মহান সুফিসাধক হাফেজ কারি শাহসূফি আল্লামা খাজা আহমদ শাহ নকশেবন্দী মুজাদ্দেদী (রহ.)-এর বড় নাতি এবং আল্লামা খাজা আবুল খায়ের নকশেবন্দী মুজাদ্দেদী (রহ.)-এর জ্যেষ্ঠ সাহেবজাদা। তিনি ১৯৪৭ সালের ১৯ মে চাঁদপুরের ইসলামপুর গাছতলা দরবার শরিফে জন্মগ্রহণ করেন। শৈশব থেকেই কোরআনের প্রতি গভীর অনুরাগী ছিলেন। দেশের খ্যাতনামা কারিদের কাছে শিক্ষা গ্রহণ করে হিফজুল কোরআন সম্পন্ন করেন। তাঁর সুমধুর কণ্ঠে কোরআন তিলাওয়াত যে কোনো শ্রোতার হৃদয় ছুঁয়ে যেত।

তিনি ছিলেন একাধারে মেধাবী উদ্যোক্তা ও সমাজসেবক। পারিবারিক প্রতিষ্ঠান ওরিয়েন্ট ইলেকট্রনিক্সকে তিনি দক্ষতার সঙ্গে এগিয়ে নেন। পরে দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের প্রতিষ্ঠাকালীন পরিচালক হিসেবে দেশের শিল্প ও অর্থনীতির অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

ব্যবসার পাশাপাশি সমাজসেবায়ও তিনি সমানভাবে নিবেদিত ছিলেন। টাঙ্গাইলের শাহদারি পাড়া মাদরাসা ও মসজিদের উন্নয়ন, ঢাকার শ্যামলী শাহি মসজিদ ও মাদরাসার আধুনিকায়নসহ অসংখ্য ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠান তাঁর সরাসরি উদ্যোগ ও পৃষ্ঠপোষকতায় গড়ে ওঠে। ইসলামপুর গাছতলা দরবারের সার্বিক উন্নয়ন ও পরিকল্পনায় তিনি জীবনের শেষদিন পর্যন্ত অংশগ্রহণ করেছিলেন, যা আজও অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবে স্মরণীয়।

এনডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।